নন্দীগ্রামে পুনর্গণনার দাবি খারিজ রিটার্নিং অফিসারের, আদালতে যাওয়ার ভাবনা TMC-র

১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। 

Updated By: May 2, 2021, 10:22 PM IST
নন্দীগ্রামে পুনর্গণনার দাবি খারিজ রিটার্নিং অফিসারের, আদালতে যাওয়ার ভাবনা TMC-র

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে পুনর্গণনা করা হবে না বলে জানিয়ে দিলেন রিটার্নিং অফিসার। গণনায় কারচুপির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংবাদিক বৈঠকে তিনি বলেন,''গোটা রাজ্যের সঙ্গে একটা বিধানসভা কেন্দ্রের ফলাফলের ফারাক হতে পারে! এটা সম্ভব? না। ওরা সারভায়লেন্স বন্ধ করে দিয়েছিল প্রায় ৩ ঘণ্টা। ওরা জয়ী ঘোষণা করার পর অন্য কথা বলছে। লুঠিং ইজ গোয়িং অন। চিটিং ইজ গোয়িং অন। উই উইল ফাইল কোর্ট কেস।''

ডিস্ট্রিক ইনফরমেশন অফিসার জানান, ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। ফলাফলেই স্পষ্ট প্রাপ্ত ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার পরই পুনর্গণনার দাবি তোলে তৃণমূল কংগ্রেস (TMC)। রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালট পুনর্গণনার দাবি করেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। রিটার্নিং অফিসার জানান, পোস্টাল ব্যালট ২৪৮৬। পুনর্গণনা হলে তার প্রভাব পড়বে না। অন্যান্য রাউন্ডে গণনা সম্ভব নয়। প্রতিটা রাউন্ডের শেষে সই করেছিলেন তৃণমূল এজেন্ট। তখন অসন্তোষের কথা জানাননি। পুনগর্ণনা দেওয়া সম্ভব নয়। 

রিটার্নিং অফিসারের সঙ্গে বিতণ্ডা শুরু হয় তৃণমূল কর্মীদের। রিটার্নিং অফিসার জানিয়ে দেন, কারচুপির প্রমাণ নেই। তখন তৃণমূল প্রশ্ন তোলে, বিষয়টি খতিয়ে না দেখে কীসের ভিত্তিতে এটা বলছেন? পর্যবেক্ষকের চাপে রিটার্নিং অফিসার অনড় মনোভাব নিয়েছেন বলে অভিযোগ করেছে তৃণমূলের। চূড়ান্ত নথিতে আপত্তি জানিয়ে সই করেছে তৃণমূল। আগামী দিনে আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছে তারা।

নন্দীগ্রামের মানুষকে ধন্যবাদ জানিয়ে প্রতিটি রাউন্ডে ভোটগণনার নথি টুইট করেছেন শিশিরপুত্র। 

আদালতের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছেন মমতাও (Mamata Banerjee)। বলেন,'আমি কোর্টে যাব। খবর আছে জেতা অ্যানাউন্স করার পর কারচুপি হয়েছে। সেগুলি খুঁজে বের করব।''

আরও পড়ুন- 'দিদি' সম্বোধনেই মমতাকে জয়ের শুভেচ্ছা Modi-র; দিলেন রাজ্যের পাশে থাকার আশ্বাস

.