TMCমুক্ত ভারতের কথা বলেন না PM, বাংলায় পা দিয়েই মোদী-দিদি যোগের দাবি Rahul-র
কেরলে ভোটপ্রচারে গিয়ে বাম-বিজেপি যোগসাজশের অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চম দফার আগে রাজ্যে প্রথমবার একুশের ভোটপ্রচারে এলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। উত্তর দিনাজপুরে গোয়ালপোখরের সভায় তৃণমূল-বিজেপিকে এক বন্ধনী ফেলে আক্রমণ শানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তাঁর দাবি, নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে লড়াই করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য কখনও টিএমসিমুক্ত ভারতের কথা বলেননি মোদী।
বাংলায় ভোটের দামামা বাজার পর থেকে রোজই প্রচারে আসছেন মোদী-শাহরা (Narendra Modi-Amit Shah)। কিন্তু, চতুর্থ দফার ভোটগ্রহণ হয়ে গেলেও দেখা মেলেনি রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কেরলের ভোটেই ব্যস্ত ছিলেন সনিয়া-তনয়। বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ও মাটিগাড়া-নকশালবাড়িতে জোড়া সভা করলেন রাহুল। দু'টি সভা থেকে মোদী-মমতাকে আক্রমণ শানালেন তিনি। তৃণমূল নেত্রীর অতীত স্মরণ করিয়ে এ দিন রাহুল বলেন,'আমরা বিজেপির সঙ্গে কখনও সমঝোতা করিনি। মমতাজি করেছেন। আর একটা কথা শুনে নিন,আরএসএস-বিজেপির সঙ্গে মতাদর্শের লড়াই করছি। মমতাজির কাছে এটা শুধু রাজনৈতিক লড়াই। আমরা মরে গেলেও ওদের পাশে দাঁড়াব না। সে কারণে নরেন্দ্র মোদী কংগ্রেসমুক্ত ভারতের কথা বলেছেন।টিএমসিমুক্ত ভারতের কথা কখনও বলেননি। টিএমসি ওঁর কাছে ঠিকঠাক। কংগ্রেসের মতাদর্শের বিরুদ্ধে ওঁর লড়াই।'
মাটিগাড়ায় রাহুল বলেন,'নরেন্দ্র মোদী জানেন মমতাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। দুর্নীতিগ্রস্তদের রিমোট কন্ট্রোল বিজেপির হাতে। বিজেপি আমাকে কন্ট্রোল করতে পারবে না। আমি ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারি। কারণ আমি এক টাকাও চুরি করিনি।'
বলে রাখি, কেরলে ভোটপ্রচারে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) বাম-বিজেপি যোগসাজশের অভিযোগ করে তিনি বলেছিলেন, ,'প্রধানমন্ত্রী সবসময় বলেন, কংগ্রেসমুক্ত ভারত। কই সিপিএমমুক্ত ভারতের কথা ওঁর মুখে আসে না? কখনই উনি বলেন না। যাই হোক, ওঁর বামপন্থীদের নিয়ে কোনও সমস্যা নেই। খালি কংগ্রেসকে নিয়েই যত মাথাব্যথা।' বাংলায় আবার সেই বামেদের সঙ্গে জোট বেঁধেছে রাহুলের দল।
আরও পড়ুন- Kerala Election 2021: কই সিপিএমমুক্ত ভারতের কথা তো বলেন না Modi? রাম-বাম আঁতাঁতের ইঙ্গিত Rahul-র