West Bengal Election 2021: নন্দীগ্রামে ভুয়ো ভোটার কার্ড নিয়ে লাইনে, পাকড়াও করল পুলিস

নন্দীগ্রামে (Nandigram) বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৪.১২ শতাংশ।

Updated By: Apr 1, 2021, 04:04 PM IST
West Bengal Election 2021: নন্দীগ্রামে ভুয়ো ভোটার কার্ড নিয়ে লাইনে, পাকড়াও করল পুলিস

নিজস্ব প্রতিবেদন: ভুয়ো ভোটার কার্ড নিয়ে ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন জনৈক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজারামচকে। তাঁকে গ্রেফতার করল পুলিস। 

সাত সকালে নন্দীগ্রামের (Nandigram) রাজারামচকে ভোট দিতে হাজির জনৈক ব্যক্তি। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস এসে তাঁর ভোটারকার্ড দেখতে চান। 

ওই ব্যক্তি ভুয়ো ভোটার কার্ড নিয়ে ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার তদন্ত চলছে।

অন্যদিকে, নন্দীগ্রামে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৪.১২ শতাংশ। এদিন সাত সকালে ভোটদান করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতার উদ্দেশে তাঁর বার্তা, '৬৬ বছরের আন্টি। আন্টি কো থোড়া শান্ত র‌্যাহনা চাহইয়ে। সংযত থাকতে হবে তাঁকে। গুন্ডাগিরি করা চলবে না।' 

আরও পড়ুন- 'ভোট শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছে' ৩ জায়গায় অশান্তির অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের

.