West Bengal Election 2021: দিদি মুসলিমদের এক হতে বলছেন, আমরা হিন্দুদের বললে তো নোটিস চলে আসত: Modi

তৃতীয় দফার ভোটের দিন (West Bengal 3rd Phase Election 2021) মমতাকে (Mamata Banerjee) 'মুসলিম ভোটব্যাঙ্কে' নিশানা প্রধানমন্ত্রীর (PM Modi)। 

Updated By: Apr 6, 2021, 03:11 PM IST
West Bengal Election 2021: দিদি মুসলিমদের এক হতে বলছেন, আমরা হিন্দুদের বললে তো নোটিস চলে আসত: Modi

নিজস্ব প্রতিবেদন: দিদি বলছেন সব মুসলিম এক হয়ে যাও। আমরা যদি বলতাম সব হিন্দু একজোট হয়ে বিজেপিকে ভোট দাও। নির্বাচন কমিশন কমিশন থেকে ৮-১০টা নোটিস চলে আসত। কোচবিহারের জনসভায় মমতার (Mamata Banerjee) বিরুদ্ধে এভাবেই মেরুকরণের অস্ত্রে আঘাত হানলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর কথায়,'মুসলিম ভোটব্যাঙ্ক আপনার সঙ্গে নেই। আপনি নির্বাচন হারছেন দিদি।'       

এ দিন মোদী (Narendra Modi) বলেন,'আদরণীয় দিদি ও  দিদি...আপনি বললেন, সব মুসলিম এক হয়ে যাও। ভোট ভাগতে করতে দিও না। দিদি এটা আপনাকে বলতে হচ্ছে কারণ আপনিও বুঝে গিয়েছেন মুসলিম ভোটব্যাঙ্কও আর আপনার হাতে নেই। মুসলিমরাও দূরে চলে গিয়েছে। তাই সর্বসমক্ষে আপনাকে বলতে হচ্ছে। এতে স্পষ্ট, আপনি ভোটে হারছেন।'

বিজেপিকে সাম্প্রদায়িক, দাঙ্গাবাজদের দল বলে আক্রমণ করে থাকেন মমতা (Mamata Banerjee)। এর পাশাপাশি কমিশনের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন। এক হাতিয়ারে এ দিন জোড়া অভিযোগের জবাব দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর কথায়,'আপনার মতো যদি আমরা বলতাম সব হিন্দু এক জোট হয়ে বিজেপিকে ভোট দাও। নির্বাচন কমিশনই ৮ থেকে ১০টা নোটিস পাঠিয়ে দিত। প্রধানমন্ত্রীকেও নোটিস দিত। সব সংবাদপত্রেও শিরোনামে ছাপা হতো। সম্পাদকীয় লেখা হত  দুনিয়াজুড়ে। আমি জানি না, নির্বাচন আপনাকে নোটিস পাঠিয়েছেন কিনা! আপনি প্রকাশ্যে বলছেন, মুসলিমরা এক হয়ে যাও। আমাকে বাঁচাও। দিদি আপনি হারছেন বলেই এটা বলছেন।' 

গতকাল ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে মমতা বলেছিলেন,'রাজ্যে এনআরসি হতে দিইনি। শুধু এরাজ্যেই হয়নি। আমি আছি বলে হিন্দুরা ভালো আছে, মুসলিমরা ভালো আছে। আমি না থাকতে কেউ ভালো থাকবে না।' আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম ও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের  

আরও পড়ুন- West Bengal 3rd Phase Election 2021: গোঘাটে বিজেপির এজেন্টকে বাধা ও মারধরের অভিযোগ

.