West Bengal Election 2021: আমাদের পুলিস বেচারা ইলেকশন কমিশন আসলে নিজেদের ব্রেনটা ইউজ করতে পারে না: Mamata

আধা সামরিক বাহিনীকে বিজেপি ব্যবহার করছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Updated By: Apr 25, 2021, 05:22 PM IST
West Bengal Election 2021: আমাদের পুলিস বেচারা ইলেকশন কমিশন আসলে নিজেদের ব্রেনটা ইউজ করতে পারে না: Mamata

নিজস্ব প্রতিবেদন: আরও একবার নির্বাচন কমিশনকে (Election Commission) নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর (TMC Supremo) আক্রমণের মুখে পড়লেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবেও। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বহরমপুরে মমতা দাবি করেন, বিজেপিকে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের পর সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানান তিনি।

আধা সামরিক বাহিনীকে বিজেপি ব্যবহার করছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। বলেন,'নৈহাটি, ভাটপাড়া ও জগদ্দলে ইলেকশন হচ্ছিল। নির্বাচন কমিশন সিআরপিএফ পাঠিয়ে বিজেপিকে মদত দিয়েছে। বিজেপি লিডারগুলোর এক একজনকে ৫০জন সিআরপিএফ দিয়ে দিয়েছে। গুন্ডা, ক্রিমিনাল, আসানসোলের যারা ক্রিমিনাল, কলকাতায় যারা ক্রিমিনাল, সারা জেলায় যারা ক্রিমিনাল, তাদের সাথে ১০-২০ জন করে সেন্ট্রাল ফোর্স। তাদের প্রোটেকশনের কাজ করছে। দেশের যত সেন্ট্রাল ফোর্স তুলে নিয়েছে অমিত শাহ। তুলে নিয়ে বিজেপি নেতা থেকে কর্মী সবাইকে দিয়ে দিয়েছে। তারা এলাকায় এলাকায় যাচ্ছে সেন্ট্রাল ফোর্স নিয়ে।''

রাজ্য পুলিসের ভূমিকার সমালোচনাও করছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,''আমাদের পুলিস বেচারা, ইলেকশন কমিশন আসলে ওরা ভয়ে চুপচাপ থাকে। যেন মনে হয় ঘুঘুর বাসায় পড়েছে! নিজেদের ব্রেনটা ইউজ করতে পারে না। ভাবে ইলেকশন কমিশন একদিনের জন্য বলছে, সেটাও আমি শুনতে বাধ্য। তারপর যে ৫ বছর আছে সেটা জানে না। সুতরাং তারা এগুলো করছে।''

তার পর সরাসরি তোপ দাগেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবেকে। মমতার (Mamata Banerjee) বক্তব্য, ইলেকশন কমিশনের এখানে একটা পুলিসের অবজার্ভার আছে। আই অ্যাম সরি টু সে। সে রিটায়ার্ড অফিসার। ২০১৯ সালে এখানে পড়েছিল বিবেক দুবে। এখনও এখানে পড়ে। রিটায়ার্ড অফিসার ওয়ার্কিং অফিসারদের কন্ট্রোল করছে। এটা বেআইনি। ইলেকশন কমিশন শুনছে না। কারণ ইলেকশন কমিশন বিজেপির আয়না হয়ে গিয়েছে।''

আরও পড়ুন- ঝাড়খন্ডের Oxygen অন্যত্র দিন, রাজ্যেরটা রাজ্যেই থাকুক, কেন্দ্রকে পাল্টা নবান্নের

গতকাল কমিশন ও প্রশাসনিক কর্তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে মমতা (Mamata Banerjee) অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এ দিনও সেই সূত্র ধরে মমতা জানিয়ে দিয়েছেন,''তৃণমূলের কোনও বিকল্প নেই। তৃণমূল পাওয়ারে থাকবে। চিন্তা করার কোনও কারণ নেই। প্রত্যেকটা এসপি-কে চেঞ্জ করছে। এরা বায়াসড ইলেকশন করেছে। আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্টের বিখ্যাত বিখ্যাত লইয়ার ফুল সার্পোট দেবে বলেছে। ইলেকশন জিতেও ছাড়ব না।''   

আরও পড়ুন- ‘অক্সিজেন নেই, উনি মন কি বাত করে চলেছেন, ওঁর মনের কথা কে শুনতে চায়?’, ক্ষোভ Mamataর

.