West Bengal Election 2021: কটা অভিযোগ হয়েছে? Mamata প্রশ্ন তোলার পর ঘৃণা-ভাষণে Suvendu-কে নোটিস কমিশনের
নোটিসপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্য়ে ব্যাখ্যা দিতে হবে শুভেন্দুকে (Suvendu Adhikari)।
নিজস্ব প্রতিবেদন: ধর্মের ভিত্তিতে ভোটপ্রচারের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ইতিমধ্যে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তার ২৪ ঘণ্টা পর ওই একই অভিযোগে বিদ্ধ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কাছে নোটিস পাঠিয়ে ব্যাখ্যা চাইল কমিশন (Election Commission)।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছিলেন সিপিআইএমএল নেত্রী কবিতা কৃষ্ণন। তাঁর দাবি, ওই দিন ঘৃণা-ভাষণ দিয়েছেন শুভেন্দু। ওই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে নোটিস পাঠিয়েছে কমিশন (Election Commission)। নোটিসপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্য়ে ব্যাখ্যা দিতে হবে শুভেন্দুকে (Suvendu Adhikari)।
কী বলেছিলেন শুভেন্দু?
২৯ মার্চের সভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, 'একদিকে বেগম লড়ছেন। অন্যদিকে আপনাদের পরিবারের ছেলে, ছোট ভাই, বন্ধু ও ছোটদের বড় দাদা। কাকে বাছবেন আপনারা? বেগমকে একটাও ভোট দেবেন না। বেগমকে ভোট দিলে মিনি পাকিস্তান হয়ে যাবে।'
মমতার জবাব
এ দিন ডোমজুড়ের সভা থেকে কমিশনের নোটিসের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন,'১০টা শোকজ করলেও কিছু যায় আসে না। আমার উত্তর একই থাকবে। রোজ হিন্দু-মুসলমান করছে, মোদীর বিরুদ্ধে ক'টা অভিযোগ হয়েছে? নন্দীগ্রামে মুসলিমদের যাঁরা পাকিস্তানি বলেছিলেন, কটা অভিযোগ হয়েছে? খালি তৃণমূলের বিরুদ্ধে সব অভিযোগ।'
আরও পড়ুন- আবার লকডাউনের ধান্ধা ছিল, দিইনি: Mamata; দরকার নেই, স্পষ্ট করলেন Modi