West Bengal Election 2021: অপসারিত CM Mamata Banerjee-র নিরাপত্তা আধিকারিক

নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশে সরানোর হল অশোক চক্রবর্তীকে। 

Updated By: Apr 9, 2021, 08:35 PM IST
West Bengal Election 2021: অপসারিত CM Mamata Banerjee-র নিরাপত্তা আধিকারিক

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামকাণ্ডের জেরে সরানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তা আধিকারিককে। কমিশনের নির্দেশ অশোক চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হল। 

গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। তারপর থেকে হুইল চেয়ারেই প্রচার চালিয়ে যাচ্ছেন মমতা। সেদিনই তিনি অভিযোগ করেছিলেন,'ষড়যন্ত্র করে তাঁকে ধাক্কা দিয়েছিল কয়েকজন। গাড়ির দরজা চেপে যায় পায়ে।' ওই ঘটনার পর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। বিশেষ পুলিস পর্যবেক্ষক রিপোর্ট পাঠিয়েছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। 

এর পাশাপাশি অশোক চক্রবর্তীর বিরুদ্ধে কমিশনে নালিশ করেছিলেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। সব খতিয়ে দেখার পর অশোকের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। 

আরও পড়ুন- করোনা লুকিয়ে PM Modi-র সভায়, প্রচারে চষে বেড়ালেন BJP প্রার্থী Rantidev?

.