West bengal Election 2021: কাল বিলম্ব না করে নন্দীগ্রামে ভোট পর্ব মিটতেই আজ উত্তরবঙ্গে মমতা

প্রথমে দিনহাটা টাউনে সংহতি ময়দানে, তুফানগঞ্জ এসএমএ মাঠে, এরপর ফালাকাটায় প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী। 

Updated By: Apr 2, 2021, 09:19 AM IST
West bengal  Election 2021: কাল বিলম্ব না করে নন্দীগ্রামে ভোট পর্ব মিটতেই আজ উত্তরবঙ্গে মমতা

নিজস্ব প্রতিবেদন: বিলম্ব নয়, নন্দীগ্রামের ভোটের (West bengal  Election 2021 ) পরের দিনই ভোটপ্রচারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝামেলা ঝঞ্ঝাট, বিক্ষিপ্ত অশান্তিতে দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই পরবর্তী দফার প্রস্তুতিতে মন দিলেন নেত্রী। 

বৃহস্পতিবার নন্দীগ্রামে কাটিয়ে সেখান থেকে আজ হেলিকপ্টারে করে উত্তরবঙ্গে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে ৩ টি জনসভায় অংশ নেবেন তিনি। দলের প্রার্থীদের হয়ে প্রচার চালাবেন তিনি। 

আরও পড়ুন: WB assembly election 2021 : নন্দীগ্রামে মমতা-ই জিতছেন, দ্বিতীয় কোনও আসনে লড়ছেন না, স্পষ্ট জানাল তৃণমূল

প্রথমে দিনহাটা টাউনে সংহতি ময়দানে, নাটাবাড়ি, এরপর ফালাকাটায় প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, উত্তরবঙ্গে ভোট রয়েছে আগামী চতুর্থ দফায়। ১০ এপ্রিল ও ১৭ এপ্রিল ভোট রয়েছে উত্তরবঙ্গে। 

আরও পড়ুন: WB Assembly Election 2021: আগে যোগ ব্যায়াম করতেন, এখন জ্যোতিষী হয়েছেন, Nandigram-র ফল নিয়ে মোদীকে কটাক্ষ ফিরহাদের
উল্লেখ্য, গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে যে নন্দীগ্রামে হারছেন মমতা। আর নন্দীগ্রামে হারছেন এটা বুঝতে পেরেই অন্য আসন খুঁজছেন তৃণমূল নেত্রী। দ্বিতীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিজেপির এই দাবি খারিজ করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সাফ জানাল, নন্দীগ্রাম ছাড়া আর দ্বিতীয় কোনও আসনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লড়ার কোনও প্রশ্ন-ই উঠছে না। বরং তৃণমূল শীর্ষ নেতৃত্বের দাবি, নন্দীগ্রামে স্বাচ্ছন্দ্যে জিতছেন মমতা।    

.