মুসলিম এলাকায় ভোটগণনা হয়েছে বলে এগিয়ে তৃণমূল, চূড়ান্ত ফলে জিতব: দিলীপ

তিনটি কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। 

Updated By: Nov 28, 2019, 11:45 AM IST
মুসলিম এলাকায় ভোটগণনা হয়েছে বলে এগিয়ে তৃণমূল, চূড়ান্ত ফলে জিতব: দিলীপ

নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনে তিনটি কেন্দ্রেই পিছিয়ে পড়েছে বিজেপি। কিন্তু চূড়ান্ত গণনার আগে হার মানতে নারাজ দলের সভাপতি দিলীপ ঘোষ। তাঁর যুক্তি,''এখনও মুসলিম এলাকায় ভোটগণনা হয়েছে। গণনা শেষে এগিয়ে থাকবে বিজেপিই।''       

লোকসভা ভোটে ঐতিহাসিক ফলের পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন রাজ্যের বিজেপি নেতারা। কিন্তু  উপনির্বাচনে এখনও পর্যন্ত ভোটগণনার প্রবণতায় কপালের ভাঁজ চওড়া হয়েছে গেরুয়া শিবিরের। তিনটি কেন্দ্রেই পিছিয়ে পড়েছে তারা। করিমপুর তো বটেই, কালিয়াগঞ্জ ও খড়্গপুরেও বিজেপির চেয়ে এগিয়ে গিয়েছে তৃণমূল।  কিন্তু শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,  মুসলিম এলাকায় ভোটগণনা হয়েছে। আমার বেলায় ওই সব এলাকায় তৃণমূল সাড়ে নশো ভোটে এগিয়ে ছিল, আমি ৯টা ভোট পেয়েছিলাম। মুসলিমরা আমাদের ভোট দেয় না। এরপর বিজেপি এগিয়ে যাবে। খড়্গপুরে বিজেপিই জিতবে। মুসলিম এলাকাগুলি পার হলে উল্টে যাবে ফল। চূড়ান্ত গণনায় এগিয়ে থাকবে বিজেপি। ওদের কিছু কিছু পকেট আছে।''

খড়্গপুর, দিলীপের গড়ে তৃণমূল এগিয়ে গিয়েছে। ১১৮৯৩ ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূলের প্রদীপ সরকার। 

করিমপুরে তৃতীয় স্থানে চলে গেলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। নিকটবর্তী প্রার্থীর চেয়ে করিমপুরে ২৭৭৫১ ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল।       

কালিয়াগঞ্জে সকাল থেকে লিড ধরে রাখছিল বিজেপি। কিন্তু সপ্তম রাউন্ডে উল্টে গেল ঘটি। সপ্তম রাউন্ড শেষে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ।  ৩,২০৪ ভোটে পিছনে পড়ে গিয়েছে বিজেপির কমলচন্দ্র সরকার।

আরও পড়ুন- গডসে 'দেশপ্রেমিক' মন্তব্যের জের, প্রজ্ঞাকে প্রতিরক্ষা কমিটি থেকে সরাল বিজেপি

.