গোপনে তৃণমূলে যোগ দিলেন না কি আবদুল মান্নান?
কংগ্রেস ছেড়ে কি চুপিচুপি তৃণমূলে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান? বিধানসভা থেকে প্রকাশিত পুস্তিকা তো বলছে তেমনই। বুধবার পুস্তিকাটি সাংবাদিকদের হাতে পৌঁছতেই শুরু হয় গুঞ্জন।
ওয়েব ডেস্ক: কংগ্রেস ছেড়ে কি চুপিচুপি তৃণমূলে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান? বিধানসভা থেকে প্রকাশিত পুস্তিকা তো বলছে তেমনই। বুধবার পুস্তিকাটি সাংবাদিকদের হাতে পৌঁছতেই শুরু হয় গুঞ্জন।
তৃণমূলের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। একে একে নেতা দল ছাড়লেও আবদুল মান্নানকে সাচ্চা কংগ্রেসি বলেই জানত পশ্চিমবঙ্গবাসী। সেই আবদুল মান্নান কি না তৃণমূলে। হজম হচ্ছিল না অনেকেরই। প্রতি বিধানসভা নির্বাচনের পর বিধানসভার সচিবালয় থেকে প্রকাশিত হয় 'হুজ় হু অফ অ্যাসেম্বলি' নামে বইটি। সেই বইয়ে বিরোধী দলনেতা হিসাবে আবদুল মান্নানের পরিচিতিও। সেখানেই প্রবীণ এই বিধায়ককে উল্লেখ করা হয়েছে তৃণমূল নেতা হিসাবে। আবদুল মান্নানের ছবির পাশে স্পষ্ট ছাপার অক্ষরে লেখা রয়েছে AITC। যার অর্থ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন - এসপ্তাহেই বিদায় নেবে শীত, আগামী সোমবার থেকে গরম পড়বে দক্ষিণবঙ্গে
প্রাথমিক ভাবে বিভ্রান্তি তৈরি হলেও পরে জানা যায় বিধানসভার সচিবালয়ের ভুলেই ঘটেছে এই কাণ্ড। দেখুন সেই পাতার ছবি -