অ্যাম্বুল্যান্সে করে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা, জাতীয় সড়কে অভিযান চালিয়ে ধরল STF

এসটিএফ সূত্রে খবর, ধৃতরা কোচবিহারের তুফানগঞ্জ এলাকার বাসিন্দা

Updated By: Jul 10, 2021, 07:23 PM IST
অ্যাম্বুল্যান্সে করে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা, জাতীয় সড়কে অভিযান চালিয়ে ধরল STF

নিজস্ব প্রতিবেদন: গোপন সূত্রে খবর ছিল অ্যাম্বুল্যান্সে করে পাচার করা হচ্ছে গাঁজা। সেই খবরের সূত্র ধরে ২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ২০০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করল এসটিএফ।

আরও পড়ুন-মন্ত্রিত্ব খোয়ানোয় দিলীপের 'হাঁফ ছেড়ে বাঁচায়' ক্ষুব্ধ Babul; অনড় রাজ্য সভাপতি

শুক্রবার রাতে এসটিএফ অভিযান চালায় ২ নম্বর জাতীয় সড়কে নিশ্চিন্দপুর এলাকায়। সেখানে একটি অ্যাম্বুল্যান্স ও ২টি পিক আপ ভ্যান থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় মফিজুল মিয়া, নারায়ণ বর্মণ, দীপঙ্কর ভৌমিক, সুবল রায় ও মিজানুর রহমান নামে ৫ যুবককে।

আরও পড়ুন- সাপে কামড়ানোর পর ওঝার ঝাড়ফুঁক! দেগঙ্গায় কুসংস্কারের বলি যুবক  

এসটিএফ সূত্রে খবর, ধৃতরা কোচবিহারের তুফানগঞ্জ এলাকার বাসিন্দা। শনিবার তাদের হাওড়া আদালতে তোলা হল বিচারক ধৃতদের মধ্যে ৩ জনকে ৬ দিনের পুলিস হেফাজত ও বাকীদের ৩ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। ওই বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে এসটিএফ। ধৃতদের বিরুদ্ধে নরাকোটিকটস(এন ডি পি এস) এর মামলা শুরু করা হয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.