Weather Today: গভীর হল নিম্নচাপ, উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস
সোমবার থেকে বুধবার পর্যন্ত দিঘা, মন্দারমণি, তাজপুর সহ বকখালি, সাগর আইল্যান্ডে সমুদ্রের কাছের বিনোদন কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। এই কয়েকদিনের বৃষ্টি ধান চাষী ও পাট চাষীদের উপকারে লাগবে বলে মনে করা হচ্ছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। মঙ্গল ও বুধবার দৃশ্যমানতা কমতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
অয়ন ঘোষাল: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলা। ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা ঝুঁকে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হবে বলে জানা গিয়েছে। গতকাল সন্ধ্যের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে বলে জানা গিয়েছে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়। এই দুই জেলার উপকূলের অংশে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এই দুই উপকূলের জেলায়। কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বুধবার ১০ অগস্ট ভারী থেকে অতি ভারী ব্রিশ্তির সম্ভাবনা রয়েছে। আনুমানিক প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী থেকে অতিভারী, অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বলতে পারে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: Sukanta Majumdar: অমিত শাহকে সব বলব, চাবি ঘোরালে অপারেশন শুরু হয়ে যাবে, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর
সোমবার থেকে বুধবার পর্যন্ত দিঘা, মন্দারমণি, তাজপুর সহ বকখালি, সাগর আইল্যান্ডে সমুদ্রের কাছের বিনোদন কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। এই কয়েকদিনের বৃষ্টি ধান চাষী ও পাট চাষীদের উপকারে লাগবে বলে মনে করা হচ্ছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। মঙ্গল ও বুধবার দৃশ্যমানতা কমতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।