Weather Today: পানাগড়ে রেকর্ড ৪৪, কলকাতায় আজই ৪১ ছাড়াবে পারদ! তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে বৃষ্টি কবে?
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গলবার। ১০ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া।
অয়ন ঘোষাল : কলকাতা সহ রাজ্যের ১২টি জেলা তাপপ্রবাহের কবলে। রেকর্ড তাপমাত্রা পশ্চিম বর্ধমানের পানাগড়ে। সেখানে কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি বেশি। কলকাতায় পারদ প্রায় ৪১ ডিগ্রি। আজ ৪১ ছাড়িয়ে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি থাকবে তিলোত্তমার পারদ।
আজ কলকাতা লাগোয়া দমদম-ব্যারাকপুরে পারদ ৪২ ডিগ্রি স্পর্শ করতে পারে। কাল রবিবার ইডেনে বেলা ৩ টায় আইপিএল মহারণে মুখোমুখি আরসিবি এবং কে কে আর। সেই সময় কলকাতার পারদ ৪১ ডিগ্রির বেশি থাকতে পারে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে পারদ।
পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপ প্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। শনি ও রবিবার তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় মডারেট বা সাধারণ তাপপ্রবাহ চলবে সোমবার বেলা ৩টে পর্যন্ত।
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে আবহাওয়ার পরিবর্তন সোমবার। হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গলবার। একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই ১০ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া যার সম্ভাব্য সর্ব্বোচ গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে চলেছে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝড় হওয়া আগামী ২৪ ঘন্টায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের নিচের দিকে তিন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
পরিসংখ্যান
কলকাতায় কাল রাতের তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতায় কাল দিনের তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সঙ্গে তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৮৬ শতাংশ এবং রাতে ২২ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)