উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জন্য কী বলল হাওয়া অফিস?

কলকাতা ও সংলগ্ন জেলাগুলির জন্য কোনও স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া দফতর

Updated By: Apr 6, 2022, 07:38 PM IST
উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জন্য কী বলল হাওয়া অফিস?

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গের জন্য আশার কথা শোনালেও এই গরমে দক্ষিণবঙ্গের জন্য কোনও স্বস্তির খবর নেই আবহাওয়া দফতরের কাছে।

বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ের কিছু অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলির জন্য কোনও স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া দফতর। জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। কলকাতা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। এর জন্য অস্বস্তি বাড়বে, ঘাম হবে। সবমিলিয়ে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন-হেমন্তের 'মি ডলকারা দরিয়াছ রাজা' গানে মাতলেন মাস্টার ব্লাস্টার 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.