তিন দিন পর শনিবারের বারবেলায় অবশেষে দেখা দিলেন সূয্যিমামা

অবশেষে কাটল দুর্যোগ। টানা তিন দিনের নাছোড় বর্ষণের পর বিদায় নিল নিম্নচাপ। মেঘের আড়াল থেকে শনিবারের বারবেলায় দেখা দিলেন সূয্যিমামা।

Updated By: Nov 18, 2017, 12:32 PM IST
তিন দিন পর শনিবারের বারবেলায় অবশেষে দেখা দিলেন সূয্যিমামা

নিজস্ব প্রতিবেদন: অবশেষে কাটল দুর্যোগ। টানা তিন দিনের নাছোড় বর্ষণের পর বিদায় নিল নিম্নচাপ। মেঘের আড়াল থেকে শনিবারের বারবেলায় দেখা দিলেন সূয্যিমামা।

হাওয়া অফিস বলছে, নিম্নচাপ সরে গিয়েছে বাংলাদেশে। ফলে শনিবার বিকেলের মধ্যে পরিষ্কার হবে আকাশ। রবিবার থেকে বইতে শুরু করতে পারে উত্তুরে হাওয়া। তবে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি হওয়ায় সকালের দিকে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা দেখা দিতে পারে।

আরও পড়ুন - মাত্র ২ লক্ষ টাকায় ডিসেম্বরেই ভারতে এই বাইক লঞ্চ করতে চলেছে TVS!

নিম্নচাপ আঁখির জেরে বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয় বর্ষণ। অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির জেরে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্গার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দু'দিন তেমন ভাবে বলই গড়ায়নি। শনিবার রদ্দুর উঠতে ক্রিকেট মাঠেও খুশির আমেজ। 

 

.