WB Flood: জলমগ্ন পুরসভার একাধিক ওয়ার্ড, কোদাল হাতে ড্রেন সাফাইয়ে নেমে পড়লেন বিজেপি বিধায়ক

বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন বনগাঁর বিজেপি বিধায়ক ছবি তোলার জন্যে এসব করছেন। জল সরাতে উদ্যোগ নিয়েছি আমরা 

Updated By: Aug 5, 2021, 08:06 PM IST
WB Flood: জলমগ্ন পুরসভার একাধিক ওয়ার্ড, কোদাল হাতে ড্রেন সাফাইয়ে নেমে পড়লেন বিজেপি বিধায়ক

নিজস্ব প্রতিবেদন: কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ড। পাম্প চালিয়ে জল নামাতে শুরু করেছে পুরসভা। পাশাপাশি, মজে যাওয়া ড্রেন সাফ করতে কোদাল হাতে নেমে পড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।

আরও পড়ুন-WBJEE 2021 Result: আগামিকাল রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কখন কোথায় দেখবেন?

উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌরসভার  ১১,৮,৬,৭ ওয়ার্ডে বুধবারের ভারী বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়েছে । বৃহস্পতিবার ওইসব এলাকা পরিদর্শন গিয়েছিলেন বিধায়ক। শেষপর্যন্ত নিজেই হাতে কোদাল তুলে নিয়ে ড্রেন সাফ করতে উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক।

আজ জলমগ্ন এলাকা পরিদর্শন করেন বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠও । পাম্প বসিয়ে জল নামাতে উদ্যোগ নিয়েছে পৌরসভা । কিন্তু ড্রেন নির্মাণের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা ।

আরও পড়ুন-India-Pakistan: LoC বরাবর ভারতে অনুপ্রবেশের চেষ্টায় প্রায় ১৪০ পাক জঙ্গি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!

এই বিষয়ে বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার দাবি, পরিকল্পনা ছাড়া কাজ করায় বনগাঁ পৌরসভার অনেক ওয়ার্ড জলের তলায় । রাজ্য সরকার ও

এই বিষয়ে বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন বনগাঁর বিজেপি বিধায়ক ছবি তোলার জন্যে এসব করছেন। জল সরাতে উদ্যোগ নিয়েছি আমরা । বিভিন্ন ওয়ার্ডে পাম্প  বসানো হয়েছে ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.