WB assembly election 2021 : মালদহ জেলা পরিষদে কার পাল্লা ভারী হতে চলেছে? ১৫ জনের দলবদলের সম্ভাবনা

WB assembly election 2021 : তৃণমূলের এই ভাঙন আটকাতে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মৌসম নূর।

Updated By: Mar 8, 2021, 03:04 PM IST
WB assembly election 2021 : মালদহ জেলা পরিষদে কার পাল্লা ভারী হতে চলেছে? ১৫ জনের দলবদলের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন: মালদহ জেলা পরিষদে ভাঙনের সম্ভাবনা। তবে এই নিয়ে গেরুয়া শিবির উচ্ছ্বসিত। কারণ, জেলা পরিষদকে একটা বড় হাতিয়ার করেছিল তৃণমূল। এতে জেলায় জেলায় তৃণমূলের শিকড় আরও গভীরে গজিয়ে যায়। জেলার বেশ কিছু এলাকা যেগুলি তৃণমূলের হাতের বাইরে ছিল সেগুলিও চলে আসতে থাকে তৃণমূলের দখলে। এক এক করে বামেদের ও কংগ্রেসের হাত থেকেও সদস্য ছিনিয়ে নেওয়া হয়। 

২১-র নির্বাচনে পালে হাওয়া ঠিক কোন দিকে তা এখনই বোঝা যাচ্ছে না। কারণ, যে জেলা পরিষদকে হাতিয়ার করেছিল তৃণমূল, সেই হাতিয়ারই এখন ভোতা হতে চলেছে। কারণ জানা গিয়েছে, সোমবার বিকেল ৪ টে নাগাদ প্রায় ১৫ জন তৃণমূল সদস্য বিজেপিতে যোগদান করতে চলেছে। একইদিনে বিজেপি-তে যাচ্ছেন তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক সোনালি গুহও। অন্যদিকে, সরলা মুর্মুর বিজেপিতে যোগদানের সম্ভাবনার আগেই প্রার্থীবদল করল তৃণমূল। সরিয়ে দেওয়া হল তাঁকে। সেই জায়গায়  ( মালদহের হবিবপুরে) প্রার্থী হচ্ছে প্রদীপ বাস্কে। সব মিলিয়ে একটা গোটা জেলা পরিষদ তৃণমূলের হাত ছাড়া হওয়ার মুখে। 

আরও পড়ুন: WB assembly election 2021 : ১২ মার্চ Nandigram-এ মনোনয়ন জমা Suvendu-র, Mithun-কে সঙ্গী করেই শুরু করবেন প্রচার

কারণ, গত ১০ বছরে মালদহতে নিজেদের সংগঠনকে দৃঢ় করতে পারেনি তৃণমূল কংগ্রেস। শাসকদল হওয়ার সুবাদে গোটো জেলাতেই দল ছড়িয়েছিল ঠিকই, কিন্তু সাফল্য সেভাবে আসেনি বলে মনে করেন রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে নানা অশান্তি দেখা দেয় সেখানে। অন্যদিকে, বিগত লোকসভা, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফলও ভাল ছিল না।  তার উপর আজ তৃণমূলের একাধিক সদস্য বিজেপিতে যোগ দিতে চলেছে।  সেক্ষেত্রে যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে তৃণমূলের হাতে থাকতে পারে ১৬ টি আসন।

মালদহ জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৩৮। সেখানে  তৃণমূলের দখলে ৩১, বিজেপির হাতে ৫, কংগ্রেসের দখলে ২। যদি ১৫ জন বিজেপিতে যোগ দেন, তাহলে তৃণমূলের হাতে থাকবে ১৬, বিজেপির দখলে আসবে ২০, কংগ্রেসের দখলে ২।  কাজেই মালদহ জেলা পরিষদ হাত ছাড়া হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। 

আরও পড়ুন: WB assembly election 2021: কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ সোমেন মিত্রের স্ত্রী-ছেলে, সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
 

অন্যদিকে, তৃণমূলের এই ভাঙন আটকাতে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মৌসম নূর।

.