WB assembly election 2021: Visva Bharati-র VC-কে 'শিক্ষা' দেওয়ার হুমকি Anubrata-র

 ফের পাগল বলেও কটাক্ষ করলেন উপাচার্যকে।   

Updated By: Mar 23, 2021, 05:04 PM IST
WB assembly election 2021: Visva Bharati-র VC-কে 'শিক্ষা' দেওয়ার হুমকি Anubrata-র

নিজস্ব প্রতিবেদন: 'ভোট পেরিয়ে গেলে এমন শিক্ষা দেব, তুমি সারাজীবন মনে রাখবে'। বিশ্বভারতীর উপাচার্যকে এবার সরাসরি হুমকি দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বললেন, 'দিল্লি থেকে এনে একজনকে বোলপুরের প্রার্থী করেছে। ভাবছে, একজন এমএলএ (MLA) হাতে থাকলে, বিশ্বভারতীতে যা খুশি করতে পারবে। পারবে না, তোমার সেই ক্ষমতা নেই'। ফের পাগল বলেও কটাক্ষ করলেন উপাচার্যকে। 

বিশ্বভারতীর দায়িত্ব নেওয়ার পর থেকে বিতর্কে জড়িয়েছেন বারবার। সম্প্রতি ভাইরাল অডিও ক্লিপে আবার বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার হুমকি দিতে শোনা যায় খোদ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। জানা গিয়েছে, গত ১৫ মার্চ বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে বৈঠক ছিল উপাচার্যের। সেই বৈঠকের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। ওই ক্লিপে উপাচার্যকে বলতে শোনা গিয়েছে, 'বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমি কাউকে ধমকি দিচ্ছি না।'  ওই বৈঠকে কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও করেন উপাচার্য। ওই অডিও ক্লিপে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'বিশ্বভারতী চোর ডাকাতের আড্ডা হয়ে গিয়েছে। নইলে অনুব্রত মণ্ডল বলতে পারে উপাচার্য পাগল। আর আপনারা সেটা মেনে নেন। আমি আসার পর থেকেই সেই সব চোর ডাকাতদের ধরছি। তাই অনেকের এত অসুবিধা হচ্ছে।' যদিও ওই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল।

আরও পড়ুন: WB assembly election 2021 : নন্দীগ্রামে ৪টি বাড়িতে 'বহিরাগত দুষ্কৃতীদের' জড়ো করছেন শুভেন্দু, কমিশনে নালিশ তৃণমূলের

'বিশ্বভারতী বন্ধ করে দেওয়া'র চক্রান্তের প্রতিবাদে এদিন বোলপুরের গীতাঞ্জলী প্রেক্ষাগৃহে গণ কনভেশনের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে বক্তব্য রাখতে অনুব্রত মণ্ডল বলেন, 'বিশ্বভারতীর ভিসি এত বড় পাগল যে, হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও গেট বন্ধ করে দিচ্ছেন। দিল্লি থেকে এনে একজনকে প্রার্থী করেছে। ভাবছেন, একজন এমএলএ হাতে থাকলে, বিশ্বভারতীতে যা খুশি করতে পারবে। পারবে না, তোমার সেই ক্ষমতা নেই'।

প্রসঙ্গত, এর আগে যখন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর জাতীয় সংগীত বদল করার দাবি তুলেছিলেন, তখন বিশ্বভারতীর উপাচার্যকে পাগল বলে কটাক্ষ করেছিলেন অনুব্রত মণ্ডল। বলেছিলেন,  'বিশ্বভারতীর উপাচার্য একজন পাগল, বিজেপির লোক'। একুশের ভোটের মুখে ফের উপাচার্যকে বিরুদ্ধে সুর চড়ালেন তিনি।

.