কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল মালবাজারেও

বাগরাকোটে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের সীমানাবরাবর টহল দেয় বাহিনী।

Updated By: Mar 1, 2021, 06:19 PM IST
কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল মালবাজারেও

নিজস্ব প্রতিবেদন: ভোটের আবহ ক্রমশ তৈরি হয়েই উঠছিল। ভোটের দিনক্ষণ ঘোষণার পরে এখন বলে দেওয়াই চলে ভোটের ঢাকে এবার কাঠি পড়েই গেল। ছড়িয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী।  

কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছল মালবাজারেও। প্রায় তিন দিন হল মালবাজার (malbazar) ব্লকে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী (central force)। ভোটের আগে ঘুরে ঘুরে এই এলাকার বিভিন্ন জায়গায় টহল দেবে বাহিনী। তবে এদিন মাল ব্লকের বাগরাকোট এলাকায় টহল দিল এসএসবি'র (Sashastra Seema Bal) কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: হাওড়ায় পরিবর্তন যাত্রা বিজেপি'র; তৃণমূল জানাল, মানুষ মমতাকেই চাইছে

আগাগোড়াই বাগরাকোট (bagrakote) এলাকা স্পর্শকাতর। বাগরাকোটের একটা অংশ জলপাইগুড়ি (jalpaiguri)জেলার মধ্যে পড়লেও আর একটি অংশ কালিম্পং (kalimpong) জেলায় পড়ে। তাই বরাবর দুই সীমানার মাঝেই টহল দেয় বাহিনী। এবারেও দিল।

এই এলাকায় ভোটের আগে বরাবরই চাপা উত্তেজনা থাকে। এবারেও আছে। এবারে কিঞ্চিৎ বেশি বলেই মত সাধারণ মানুষের। বাগরাকোট (bagrakote)পঞ্চায়েত এলাকায় তৃণমূল (TMC), বিজেপি (BJP) এবং গোর্খা জনমুক্তি (GJMM) মোর্চা সমানে সমানে টক্কর দেবে বলেই ধারণা রাজনৈতিক মহলের। ফলে এইসব এলাকায় মাঝে মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজ শোনা যাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার দিকে তাকিয়ে মালবাজার

.