WB Assembly Election 2021: 'নন্দীগ্রামে ঘন ঘন কর্মসূচি পাল্টেছেন Mamata', কমিশনে রিপোর্ট দিল পুলিস

কীভাবে চোট পেলেন মমতা? বিস্তারিত তথ্য নেই রিপোর্টে। 

Updated By: Mar 12, 2021, 08:43 PM IST
WB Assembly Election 2021: 'নন্দীগ্রামে ঘন ঘন কর্মসূচি পাল্টেছেন Mamata', কমিশনে রিপোর্ট দিল পুলিস

পিয়ালি মিত্র: ঘটনার ২ দিন পার। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যেদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন, সেদিনই নন্দীগ্রামের (Nandigram) ঘটনা নিয়ে কমিশনে রিপোর্ট জমা দিল পুলিস। দুর্ঘটনা নাকি হামলা? রিপোর্টে কিন্তু তা স্পষ্ট হল না একেবারেই। বরং বারবার কর্মসূচি বদল ও আগাম খবর না থাকায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিতে গিয়ে যে বিস্তর সমস্যায় পড়তে হয়েছিল পুলিসকে, রিপোর্টে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত, আহত অবস্থায় গাড়িতে বসে পুলিসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো।

একুশের ভোটে (WB Assembly Election 2021) নজরে নন্দীগ্রাম (Nandigram)। ব্যাটলগ্রাউন্ডে ভোটের প্রচার করতে গিয়ে আহত খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, লোহার খুঁটিতে ধাক্কা লেগে গাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আর তাতেই ঘটে বিপত্তি। যদিও দলনেত্রীর উপর হামলার তত্ত্বে এখনও অনড় তৃণমূল (TMC)। এমনকী, নির্বাচন কমিশনকেও (EC) কাঠগড়ায় তুলেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর বক্তব্য, 'নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পূর্বপরিকল্পিত আঘাত করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের অধীনে আইনশৃঙ্খলার দায়িত্ব। উপযুক্ত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে। এডিজি আইনশৃঙ্খলা, ডিজিকে বদল করল নির্বাচন কমিশন। রাজ্যের প্রশাসনকে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন করার চেষ্টা চলছে।' এরপর নিজেদের অবস্থান ব্যাখ্যা করে রাজ্যের শাসকদলকে কড়া চিঠি পাঠায় কমিশন। রিপোর্ট তলব করা হয় মুখ্যসচিব ও বাংলায় কমিশনের ২ বিশেষ পর্যবেক্ষকের কাছে।

আরও পড়ুন: Mamata Banerjee Health Update: Mamata-র অনুরোধ রাখল SSKM, বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিবের মারফৎ পুলিসের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে কমিশনে। কীভাবে চোট পেলেন মমতা (Mamata Banerjee)? পুলিসে রিপোর্ট অনুযায়ী, সন্ধে সাড়ে ৬টা নাগাদ নন্দীগ্রামের (Nandigram) বেরুলিয়া বাজার পার হচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়, তখন গাড়ির পাদানিতে দাঁড়িয়ে আশেপাশের লোকজনের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন মমতা। সেসসময়ে গাড়ির দরজাকে কেন্দ্র একটি ঘটনা ঘটে। কীভাবে ঘটল? বিস্তারিত তথ্য নেই রিপোর্টে। স্রেফ এটুকুই উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর হামলার অভিযোগে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান। তাঁর বক্তব্য়, 'মমতা ব্যানার্জিকে কারা আক্রমণ করলেন? তদন্ত করে দোষীদের খুঁজে বের করুক পুলিস।' 

আরও পড়ুন: WB Assebly Election 2021: নন্দীগ্রাম কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে TMC-র মৌন মিছিল, পা মেলালেন পার্থ-সুব্রত-ফিরহাদ

বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। তারপর নন্দীগ্রামে ফিরে প্রচার শুরু করেন। সেদিন পরপর বেশ কয়েকটি মন্দিরেও যান তিনি। রেয়াপাড়ায় তাঁর বাড়ির কাছেই বেরুলিয়া বাজারে একটি মন্দিরে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পড়ে যান মমতা  (Mamata Banerjee)। পা ও মাথায় আঘাত লাগে তাঁর। গাড়িতে বসে সাংবাদিকদের বলেছিলেন, 'পা ফুলে গিয়েছে। ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিস ছিল না। পুলিস সুপারও ছিল না।'

পুলিসের রিপোর্টে দাবি করা হয়েছে, নন্দীগ্রামে কর্মসূচি চলাকালীন সর্বক্ষণ মুখ্যমন্ত্রীর কনভয়ের খুব কাছেই ছিলেন স্পেশাল সিকিউরিটি ইউনিট (SSU) বা বিশেষ নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা। কনভয়ের পিছন পিছন যাচ্ছিলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি(DIG), সামনে ছিলেন নন্দীগ্রাম থানার ওসি। এমনকী, মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে থাকার চেষ্টা করেছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিস সুপারও। কিন্তু ঘন ঘন কর্মসূচি বদলের কারণে তা সম্ভব হয়নি।

.