WB Assembly Election 2021: ১৯, ২০ তারিখ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, মাসের শেষেই প্রচার নেত্রীর
কারণ হিসেবে জানা গিয়েছে, পায়ের চোটের কারণে দোতলার বাড়িতে উঠতে পারবেন না তিনি। নন্দীগ্রামের আগে অবশ্য জেলায় একাধিক কর্মসূচি রয়েছে মমতার।
![WB Assembly Election 2021: ১৯, ২০ তারিখ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, মাসের শেষেই প্রচার নেত্রীর WB Assembly Election 2021: ১৯, ২০ তারিখ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, মাসের শেষেই প্রচার নেত্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/17/311692-g.jpg)
নিজস্ব প্রতিবেদন: ১৯ এবং ২০ মার্চ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসূচির পরিবর্তন হয়েছে। তৃণমূল সূত্রে খবর, ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার আগে শেষবেলায় প্রচারে গিয়ে ঝড় তুলতে চাইছেন তৃণমূল নেত্রী। সেক্ষেত্রে ২৯ ও ৩০ মার্চ নন্দীগ্রামে জনসভা করতে চাইছেন মমতা। কারণ হিসেবে জানা গিয়েছে, পায়ের চোটের কারণে দোতলার বাড়িতে উঠতে পারবেন না তিনি। নন্দীগ্রামের আগে অবশ্য জেলায় একাধিক কর্মসূচি রয়েছে মমতার।
আরও পড়ুন: WB Assembly Election 2021: আগে মারত CPM; এখন মারে BJP, গোপীবল্লভপুর বিস্ফোরক Mamata
কবে কোথায় দেখে নিন
২২ মার্চ বাঁকুড়া ইন্দাসে জনসভা
২৩ মার্চ বাঁকুড়া বিষ্ণুপুর অথবা সোনামুখীতে জনসভা
২৪ ও ২৫ মার্চ পুরুলিয়ায় জনসভা
২৯ মার্চ নন্দীগ্রামে ১-এ জনসভা
৩০ মার্চ নন্দীগ্রাম ২-এ জনসভা