WB assembly election 2021: ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম: Mamata
বহিরাগত ইস্যুতে নাম না করে নিশানা শুভেন্দুকে।
নিজস্ব প্রতিবেদন: 'ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম'। একুশের ভোটে (WB assembly election 2021) নিজের নির্বাচনী কেন্দ্র প্রথম কর্মিসভা থেকে বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না করে বললেন, 'কেউ কেউ বলছে, আমি নাকি বহিরাগত। আমি বাংলার মেয়ে বহিরাগত হয়ে গেলাম? আর তুমি দিল্লির লোক, বহিরাগত হলে না? তোমার বাড়ি মেদিনীপুর, আর আমার বাড়ি বীরভূম, এটাই তো পার্থক্য'।
শুভেন্দু (Suvendu Adhikari) বনাম মমতা (Mamata Banerjee)। একুশে ভোটে (WB assembly election 2021) ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রাম। স্রেফ নীলবাড়ি দখলের লড়াই নয়, তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। ভবানীপুর নয়, এবার নন্দীগ্রামে থেকে দাঁড়াচ্ছেন তৃণমূলনেত্রী। গত জানুয়ারি তেখালির জনসভায় সেকথা ঘোষণা করে দিয়েছিলেন তিনি। প্রার্থীতালিকা ঘোষণার পর এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পালা। যুদ্ধের যুদ্ধের ব্লু প্রিন্ট তৈরি, দলের শীর্ষ নেতারা এসে স্থানীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক সেরে গিয়েছেন। দেওয়াল লিখন, পোস্টার লাগানোর কাজও শুরু হয়ে গিয়েছেন ইতিমধ্যেই।
আরও পড়ুন: WB Assembly Election 2021: Bankura কি রাজ্যের বাইরে, বহিরাগত তত্ত্ব ওড়ালেন Sayantika
হলদিয়ায় (Haldia) গিয়ে মনোনয়ন জমা দেবেন আগামীকাল। এদিন নন্দীগ্রামে কর্মিসভা করে প্রচার শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। কেন কেন্দ্র বদল করলেন? এদিন ভাষণের শুরুতেই তার ব্যাখ্যা দেন মমতা। বলেন, 'আমি কেন নন্দীগ্রাম দাঁড়ালাম? আমি তো ভবানীপুরে দাঁড়াতে পারতাম। জিজ্ঞেস করেছিলাম, এখানে দাঁড়ালে কেমন হয়। আপনাদের কাছ থেকে সাড়া পেলাম। আমি ঠিক করলাম, এখানেই দাঁড়াব। ঘরের মেয়ে মনে করলেই মনোনয়ন দেব। আপনাদের অনুমতি ছাড়া মনোনয়ন দেব না'। তাঁর আরও বক্তব্য, 'এবার আমি ঠিকই করেছিলাম, হয় নন্দীগ্রাম, নয়তো সিঙ্গুরে দাঁড়াব। কারণ, এই দুটোই সংগ্রামের জায়গা'।
আরও পড়ুন: WB assembly election 2021 : রাজ্যে ৮ দফা ভোট নিয়ে জনস্বার্থ মামলা, খারিজ করল Supreme Court
নন্দীগ্রামে প্রচারের প্রথম দিনেই ১৪ মার্চের ঘটনার স্মৃতিচারণা করেন মমতা। তিনি বলেন, 'নন্দীগ্রামে যখন গন্ডগোল শুরু হয়, তখন রাতে রওনা দিয়েছিলাম এখানে আসার জন্য। পথে আমার গাড়ি আটকানো হয়। রাজ্যপাল ফোনে করে বললেন, 'রাতটা না পেরলোই ভাল হয়। ওরা মদ্য়প অবস্থায় আছে, আপনাকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেবে। আনিসুরের বাইকে চেপে গলিতে গলিতে ঘুরেছিলাম। সিপিএম বুঝতেই পারেনি, আমি পৌঁছে যাব'। বলেন, 'এখানে ২ কামরার ঘর নিয়েছি। ৩ মাস অন্তর আসব। পরে একটা কুঁড়েঘর বানিয়ে নেব। নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম হিসেবে তৈরি করতে চাই। নন্দীগ্রামে কোনও বেকার থাকবে না। নন্দীগ্রামে কোনও নিরক্ষর থাকবে না। নন্দীগ্রামে বিশ্ববিদ্যালয় তৈরি করব'। এদিন নন্দীগ্রামে বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন এই কর্মিসভায়। হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর নন্দীগ্রাম ব্লক ১ ও ব্লক ২ দুটি পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিনক্ষণ এখনও চুড়ান্ত হয়নি।