WB Assembly Election 2021: মানবাজারে Abhishek-এর সভার অদূরেই BJP-র প্রচার রথে ভাঙচুর
এনিয়ে মানবাজারের বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দার বলেন, ভাঙচুরের ঘটনায় পুলিস শাসক দলের সমর্থকদের সমর্থন করেছে
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার পুরুলিয়ার মানবাজারে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভার কাছেই ভাঙচুর করা হল বিজেপির প্রচার বাসে। বাসের চালককেও মারধরের অভিযোগ উঠল। বিজেপির অভিযোগ, পুলিসের চোখের সামনে ওই কাজ করেছে তৃণমূল সমর্থকরা।
আরও পড়ুন-একুশের ভোটে নদিয়া থেকে লড়ছেন মুকুল? শাহের তলবে রাতেই দিল্লি যাচ্ছে বঙ্গ ব্রিগেড
মানবাজারের(Manbazar) জিতুজুড়িতে সভা ছিল অভিষেকের(Abhishek Banerjee)। ওই সভার অদূরে রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল বিজেপির একটি প্রচার বাস। যদিও বিজেপি এটিকে রথ বলেই প্রচার করছে। বিজেপির ওই বাসটি অর্জুন মুন্ডার একটি সভাতে যোগ দিতে যাচ্ছিল। সেটিতেই ভাঙচুর চালানো হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাসের সামনের কাচ। বাসের চালককেও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা।
BJP’s rath for the Babasaheb Bhimrao Ambedkar Samman Yatra, parked in Purulia, vandalised. Driver suffered injuries. BJP national president J P Nadda would be flagging off the yatra anytime now from Kotulpur. TMC won’t be able to do much to stop it!
What is Pishi so scared of? pic.twitter.com/8bD8gAzPUC
— Amit Malviya (@amitmalviya) March 16, 2021
আরও পড়ুন-নন্দীগ্রাম জমি মামলার শুনানি, শেখ সুফিয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের
এনিয়ে মানবাজারের বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দার বলেন, ভাঙচুরের ঘটনায় পুলিস শাসক দলের সমর্থকদের সমর্থন করেছে। বিজেপির কর্মসূচি ভেস্তে দেওয়ার জন্যই ওই কাজ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে এনিয়ে আন্দোলনে নামবে বিজেপি। অন্যদিকে, জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু সংবাদমাধ্যমে বলেন, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই কাজ করেছে।