WB Assembly Election 2021: PM আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, পুলিস-BDO-কে আটকে অফিসে তালা BJP-র

ভেতরে আটকে পড়েন বিক্ষোভ সামাল দিতে আসা পুলিসও

Updated By: Mar 15, 2021, 09:31 PM IST
WB Assembly Election 2021: PM আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, পুলিস-BDO-কে আটকে অফিসে তালা BJP-র
ছবি-প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ।  ভোটের মুখে বিডিও, পুলিস-সহ অফিসের অন্যান্য কর্মীদের অফিসেই তালা দিয়ে আটকে দিল বিজেপি কর্মীরা। এনিয়ে তুলকালাম বীরভূমের মল্লারপুর।

আরও পড়ুন-সিপিএম Mamata-র ২০৬টা হাড় ভেঙেছিল, BJP তো কোন ছার: Abhishek 

তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গায়েব করে দিয়েছে। এমনটাই অভিযোগ বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায়ের। তিনি জেলা বিজেপির(BJP) সাধারণ সম্পাদক। তাঁর নেতৃত্বেই আজ বিডিও অফিসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

আরও পড়ুন-ফের নন্দীগ্রাম যাচ্ছেন আহত Mamata, পূর্ব মেদিনীপুরে ৮ সভা TMC নেত্রীর

টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে আজ বিডিও অফিস(BDO office) ঘেরাও করা হয়। অভিযোগ, ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণগ্রাম পঞ্চায়েতের ঘোষগ্রাম সংসদের নবকুমার লেটের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এলাকার ৬  উপভোক্তা। এর পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে এফআইআর(FIR) করার দাবি জানান বিক্ষোভকারীরা। কিন্তু বিকেল প্রর্যন্ত এফআইআর না হওয়ায় বিডিও অফিসের গেটে তালা লাগিয়ে দেন অতনু চট্টোপাধ্যায়। ভেতরে আটকে পড়েন বিক্ষোভ সামাল দিতে আসা পুলিসও। শেষপর্যন্ত অফিসের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এফআইআর করেন বিডিও।

.