জোটে জট, CPM-এর পর কাশীপুরে প্রার্থী দিল Congress-ও

নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে কংগ্রেস শিবিরেও

Updated By: Mar 9, 2021, 11:54 PM IST
জোটে জট, CPM-এর পর কাশীপুরে প্রার্থী দিল Congress-ও

নিজস্ব প্রতিবেদন: আলোচনা করেই এবার বিধানসভা নির্বাচনে(WB Assembly election 2021) প্রার্থী দিচ্ছে বাম ও কংগ্রেস। এমনকি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের জন্য আসন ছেড়েছে সিপিএম। কিন্তু জট তৈরি হয়ে গেল পুরুলিয়ার কাশীপুর কেন্দ্রকে নিয়ে।

আরও পড়ুন-কলকাতায় আরও ৪ জনের শরীরের মিলল ব্রিটেনের করোনা স্ট্রেন , আক্রান্ত বেড়ে ১০

গত ৫ মার্চ বিধানসভা নির্বাচনের দুদফার ৬০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করে বামেরা। কাশীপুর কেন্দ্র প্রার্থী করা হয় মল্লিকা মাহাতোকে। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু সমস্যা তৈরি করে দিল কংগ্রেসের প্রার্থীতালিকা।

এআইসিসির(AICC) তরফে আজ বাংলায় কংগ্রেসের যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কাশীপুরে দাঁড় করানো হয়েছে বলরাম মাহাতোকে। এনিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বাম শিবিরে। কারণ পরামর্শ করেই রাজ্যে প্রার্থী ঘোষণা করেছে বাম -কংগ্রেস(Left-Congress Alliance) জোট। তার পরও কেন এমন হল? প্রশ্ন তুলেছেন অনেকেই। 

আরও পড়ুন-BJP-TMC সংঘর্ষে রণক্ষেত্র মেদিনীপুরের হাতিহলকা; আহত বহু, নামল RAF  

এনিয়ে গুঞ্জন তৈরি হয়েছে কংগ্রেস শিবিরেও। তবে কংগ্রেসের দাবি, কোনও এক পক্ষ তার প্রার্থীর নাম প্রত্যাহার করবে।

.