ফুসছে গন্ধেশ্বরী-দ্বারকেশ্বর, জলের তলায় একাধিক সেতু, আতঙ্কের প্রহর গুনছে বাঁকুড়াবাসী
প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন নীচু এলাকার মানুষ।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার থেকে একটানা বৃষ্টিতে বাঁকুড়ার সবকটি নদীতে বেড়েছে জলস্তর। কার্যত ফুঁসছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শীলাবতি, কংসাবতি নদী। ভাদুল ও মীনাপুর সেতুর উপর দিয়ে বইছে জল। জলের তলায় মানকানালি সেতুও। আশঙ্কার প্রহর গুনছে বাঁকুড়াবাসী।
জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টায় বাঁকুড়া শহরে ৩৩০ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। একটানা বৃষ্টিতে জল জমেছে বাঁকুড়া শহরের ১৬ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। জলবন্দি বহু মানুষ। প্রশাসনিক সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
আরও পড়ুন: রাজ্যে জাঁকিয়ে বর্ষা! দিনভর জেলায় জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা
আরও পড়ুন: স্নায়ু রোগে আক্রান্ত ছেলের আবদার, মিঠুনের জন্মদিনে ব্রেক ডান্স করল বাবা
প্রায় পাঁচ ফুট জলের তলায় গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। ফলে গন্ধেশ্বরীর ওপাড়ে থাকা মানকানালি, উখড়াডিহি-সহ অন্যান্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নদীর দু’পাড়ে থাকা নীচু এলাকার মানুষ প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।