রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি

ভুটানে রাত ভর বৃষ্টির জের।  জলমগ্ন ডুয়ার্সের বানার হাট।  

Updated By: Sep 10, 2018, 03:17 PM IST
রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি

 নিজস্ব প্রতিবেদন:  রাতভর  টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা। জলের তোড়ে ফুঁসছে মহানন্দা। বৃষ্টির জেরে শালবাড়িতে দেওয়াল চাপা পড়ে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:  পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!

ভুটানে রাত ভর বৃষ্টির জের।  জলমগ্ন ডুয়ার্সের বানার হাট।  আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতভর ৩০০ মিমি বৃষ্টি হয়। এরফলে জলমগ্ন হয়ে পড়ে ডুয়ার্সের বানার হাট।  হাসপাতাল, থানা-সবই জলের নীচে।  শান্তিপাড়া, বানারহাট চা বাগানে কোমর সমান জল।  হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে রেললাইনেও।   সেচ দফতরের কন্ট্রোলরুম সূত্রে জানা গিয়েছে, জলঢাকা নদীর দুপাড়ে  জারি করা হয়েছে হলুদ সংকেত।  

আরও পড়ুন: রাতের খাবার খেয়ে উঠোনে গিয়ে বাড়ির কর্তা যে দৃশ্য দেখলেন, তাতে মাথায় বাজ ভেঙে পড়ল তাঁর

গত ২৪ ঘন্টায় সিকিমে পাহাড়ে  টানা বৃষ্টির ফলে তিস্তাতেও জলস্ফিতি।  তিস্তা ব্যারেজ থেকে জলছাড়া হয়েছে ১৩.১১.৬৮ কিউমেক। দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত।   তিস্তায় জলস্তর বৃদ্ধির ফলে দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে।  সংরক্ষিত এলাকাতে হলুদ সংকেত জারি করা হয়েছে।

 

.