আমডাঙার সংঘর্ষে মৃত্যু হল আরও এক তৃণমূল কর্মীর, মৃত বেড়ে ৪

পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগণার আমডাঙায় মঙ্গলবার তৃণমূল-সিপিএম ব্যাপক সংঘর্ষ বাধে।

Updated By: Sep 10, 2018, 01:56 PM IST
আমডাঙার সংঘর্ষে মৃত্যু হল আরও এক তৃণমূল কর্মীর, মৃত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদন:  আমডাঙায় সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল আরও এক তৃণমূল কর্মীর। মৃতের নাম সাত্তার মণ্ডল।  সোমবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এর আগে এই সংঘর্ষের ঘটনায় কুদ্দুস আলি গনি ও নাসির হালদার নামে দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল। মোজাফ্ফর আহমেদ নামে একজন সিপিএম কর্মীর।

আরও পড়ুন:  পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!

পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগণার আমডাঙায় মঙ্গলবার তৃণমূল-সিপিএম ব্যাপক সংঘর্ষ বাধে। আমডাঙার মরিচা, বোদাই ও তারাবেড়িতে বোর্ড গঠন ঘিরে উত্তেজনার পারদ চড়ে। সন্ধ্যার পর থেকে এলাকায় নির্বিচারে গোলাগুলি চলে। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এলোপাথাড়ি বোমাবাজিও  হয়। রণক্ষেত্রের চেহারা নেয় বহিসগাছি এবং তারাবেড়িয়া এলাকা। বোমাবাজি ও গোলাগুলিতে মৃত্যু হয় নাসির হালদার এবং কুদ্দুস গনির। আহত হন বেশ কয়েকজন। আমডাঙা-সহ প্রায় চারটি থানার পুলিসকে এলাকায় ঢুকতে দেওয়া হয় না।  পরে রাতের দিকে পুলিস ঢুকে মৃতদের দেহ বের করে নিয়ে আসে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বারাসত হাসপাতালে ভর্তি।  বাকিদের কেউ কেউ  আরজি কর ও বারাকপুর হাসপাতালে ভর্তি ছিলেন।

আরও পড়ুন: রাতের খাবার খেয়ে উঠোনে গিয়ে বাড়ির কর্তা যে দৃশ্য দেখলেন, তাতে মাথায় বাজ ভেঙে পড়ল তাঁর

সোমবার সকালে মৃত্যু হয় সাত্তার মণ্ডল নামে আরও এক তৃণমূল কর্মী। এর ফলে আমডাঙার সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হল ৪।

.