মত্ত শেয়ালের তাণ্ডবে তুলকালাম মেদিনীপুরে, প্রাণে বাঁচতে পিটিয়ে মারল গ্রামবাসী

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার ললিতাগঞ্জ গ্রামে। 

Updated By: Sep 4, 2020, 04:30 PM IST
মত্ত শেয়ালের তাণ্ডবে তুলকালাম মেদিনীপুরে, প্রাণে বাঁচতে পিটিয়ে মারল গ্রামবাসী
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: কার্যত তছনছ করছিল গোটা গ্রাম। ক্ষ্যাপা শেয়ালের আক্রমণে ঘায়েল হচ্ছিল একের পর এক গ্রামবাসী। ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে অবশেষে ঘিরে ধরে ওই শিয়ালটিকে পিটিয়ে মারে উত্তেজিত গ্রামবাসী।

শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার ললিতাগঞ্জ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জঙ্গলে ললিতাগঞ্জ, বিরসিংহপুর, বহড়াশোল সহ বিভিন্ন গ্রামে আক্রমণ চালাচ্ছিল এই শেয়ালটি।

আরও পড়ুন: করোনায় মৃতের পরিবারকে ৪ লাখ টাকা বিল! রুবি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

প্রথমে অজানা কোনও জন্তু হামলা চালাচ্ছে বলে মনে করেন গ্রামবাসীরা। পরে জানা যায়, ওটা একটি বয়স্ক শেয়াল। এদিন সকালে ওই শেয়ালটি একটি গবাদি পশুকে আক্রমণ করতে গেলে এলাকাবাসীরা ঘিরে ফেলে ওই শেয়ালটিকে। আটক করে পিটিয়ে শেয়ালটিকে প্রাণে মেরে ফেলেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি বনদফতর আরও নজরদারি বাড়াক, না হলে যে কোনও সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে মৃত শেয়ালটিকে উদ্ধার করে নিয়ে যায়। তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tags:
.