West Bengal Loksabha Election 2024: ভোট শেষ হতেই বনগাঁয় তৃণমূলের 'বিজয় উৎসব'! চলল আবির খেলা...
গতবার উত্তর ২৪ পরগনার বনগাঁ কেন্দ্রটি গিয়েছিল তৃণমূলে দখলে। জিতেছিলেন শান্তনু ঠাকুর। এবার তিনিই প্রার্থী। বিপক্ষে তৃণমূলের বিশ্বজিৎ দাস। একুশের বিধানসভা ভোটে বিজেপি টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ভোটের প্রকাশের পরে যোগ দেন তৃণমূলে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা। ভোট মিটতেই ফের 'বিজয়োৎসবে' মেতে উঠলেন তৃণমূলকর্মী-সমর্থকরা। চলল আবির খেলাও। এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয়।
আরও পড়ুন: West Bengal Loksabha Election 2024: ভোটের মাঝেই 'বিজয়োৎসব'! আরামবাগে উড়ল সবুজ আবির...
ঘটনাটি ঠিক কী? প্রথম চার দফায় ভোট শেষ। আজ, সোমবার ছিল পঞ্চম দফা। ভোট হল ৩ জেলার ৭ কেন্দ্রে। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর ও হুগলিতে।
গতবার উত্তর ২৪ পরগনার বনগাঁ কেন্দ্রটি গিয়েছিল তৃণমূলে দখলে। জিতেছিলেন শান্তনু ঠাকুর। এবার তিনিই প্রার্থী। বিপক্ষে তৃণমূলের বিশ্বজিৎ দাস। একুশের বিধানসভা ভোটে বিজেপি টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ভোটের প্রকাশের পরে যোগ দেন তৃণমূলে।
বাদ গেল না শ্রীরামপুরও। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজয় মিছিল বেরল হাওড়ার জগৎবল্লভপুরে। ভোটগ্রহণ তখন শেষ। সন্ধ্যায় ইভিএম স্ট্রং রুমে চলে যাওয়ার পর আনন্দে মেতে উঠলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। স্থানীয় বিধায়কের নেতৃত্ব জগৎবল্লভপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতের স্কুলমোড় এলাকায় মিছিল করলেন তাঁরা।
এদিকে আরামবাগের আবার ভোট শেষ হওয়ার 'বিজয়োৎসবে' মেতে ওঠেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। দলের কর্মী-সমর্থকদের সবুজ আবির খেললেন তিনি। বললেন, 'আমাদের ফল হয়ে গিয়েছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)