অনলাইন ভর্তির দাবি আদায়ে সাত ঘণ্টা উপাচার্যকে ঘেরাও

Updated By: Oct 31, 2017, 09:40 AM IST
অনলাইন ভর্তির দাবি আদায়ে সাত ঘণ্টা উপাচার্যকে ঘেরাও

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ সাত ঘণ্টা উপাচার্যকে ঘেরাও করে রেখে অনলাইন ভর্তির দাবি আদায় চলল। মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। খোদ সাংসদের উপস্থিতিতেই চলল উপাচার্য ঘেরাও। শুধু তাই নয়, সাংসদ মৌসম বেনজির নুর সহ জেলার কংগ্রেস বিধায়করা সামিল ছিলেন এই বিক্ষোভে।

বারুইপুরে বৃদ্ধাকে কুপিয়ে খুন, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মেয়ে

প্রথমে ডেপুটেশন দেয় ছাত্র পরিষদ। তাই পরে সেই বিক্ষোভ কর্মসূচির রূপ নেয়। ঘেরাওতে আটকে পড়েন উপাচার্য। অনলাইন ভর্তি নিয়ে ভাবনা চিন্তা চলছে, উপাচার্য এই আশ্বাস দেওয়ার পরেও অনড় কংগ্রেস নেতারা বিক্ষোভ তোলেননি। শেষে অনলাইন ভর্তিতে উপাচার্য রাজি হলে, তবেই বিক্ষোভ ওঠে।

রাজ্যে আরও বিনিয়োগ আনতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

.