বিচার পায়নি শিলদায় নিহত জওয়ানদের পরিবার, এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

শিলদা মামলায় আজ আদালতে তার রিপোর্ট জমা দেয় সিআইডি

Reported By: শ্রাবন্তী সাহা | Updated By: Jan 28, 2020, 06:24 PM IST
বিচার পায়নি শিলদায় নিহত জওয়ানদের পরিবার, এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার মামলা আগামী ১ বছরের মধ্যে শেষ করতে হবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন-জেলে আমাকে যৌন হেনস্থা করা হয়েছে, সুপ্রিম কোর্টে অভিযোগ নির্ভয়ার দোষীর

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শিলদার ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। ওই হামলায় মৃত্যু হয় ২৪ জওয়ানের। ওই ঘটনায় অর্ণব দাম-সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিস। কিন্তু ২০১৯ সালে অভিযুক্ত অর্ণব দামকে জামিনে মুক্তি দেয় আদালত। জেলে তার আচরণ ভালো হওয়ার জন্য তাঁকে জামিন দেয় আদালত।  অর্ণবের জামিনের পর অভিযুক্ত আরও তিনজন জামিনের জন্য আবেদন করেন।  ওই মামলাতেই ট্রায়াল দ্রুত শেষ করার নির্দেশ দেয় হাইকোর্ট।

শিলদা ঘটনায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ইন্দ্রজিত্ কর্মকার, তারা হেমব্রম ও সনাতন সোরেন।  এদের প্রত্যেকের বিরুদ্ধে দেশদ্রেহিতার অভিযোগ ছিল।  ওই মামলায় ১৪ তারিখ হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, শিলদাকাণ্ডে ওই অভিযুক্তের কী ধরনের যোগাযাগ ছিল? অভিযুক্তদের বিরুদ্ধে অর্ণব দামের মতো কোনও অভিযোগ ছিল না?

আরও পড়ুন-আগামিকাল সরস্বতী পুজোয় বৃষ্টি কি সত্যিই হবে? স্পষ্ট জানিয়ে দিল হাওয়া অফিস

শিলদা মামলায় আজ আদালতে তার রিপোর্ট জমা দেয় সিআইডি। রাজ্য তদন্ত সংস্থার আইনজীবী অরুণ মাইতি জানান, ইন্দ্রজিত্ ও অর্ণবের বিরুদ্ধে এখই অভিযোগ ছিল।  তবে ইন্দ্রজিতকে কেই সনাক্ত করেনি। সনাতনের বিরুদ্ধে অনেক নতুন  অভিযোগ তাদের হাতে এসেছে।  ওই কথা শোনার পরই ইন্দ্রজিতকে জামিন দেন বিচারপিত জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। বিচারপতি বলেন, দীর্ঘদিন ধরেই মামলা চলছে। যেসব জওয়ানরা মারা গিয়েছেন তাদের পরিবার বিচার পায়নি। এক বছরের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে। গোটা বিষয়টি নজরে রাখবেন রাজ্য পুলিসের ডিজি।

.