ধানি জমি জুতে কমলালেবু ফলিয়ে তাক লাগালেন উত্তর দিনাজপুরের চাষি
ভবানন্দ সিংহ
ভবানন্দ সিংহ
দার্জিলিং বা ভুটান নয়, নয় মহারাষ্ট্রের নাগপুরের কোনও জমি, উত্তর দিনাজপুরের ধানি জমিতে কমলালেবু ফলালেন এক চাষি। মহম্মদ ইমাজুদ্দিন নামে ওই চাষির কেরামতি এখন জবর খবর উত্তর দিনাজপুরের কৃষিজীবী ও কৃষি আধিকারিকদের কাছে।
বছর কয়েক আগে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন গোয়ালপোখরের চাকুলিয়া ২ নম্বর ব্লকের বাসিন্দা ইমাজু্দ্দিন সাহেব। ২৪ ঘণ্টাকে তিনি জানিয়েছেন, দার্জিলিংয়ে কমলালেবু বাগান দেখে মন ভরে যায় তাঁর। ঠিক করেন নিজের জমিতে বানাবেন এমনই কমলালেবু বাগান। যেমন ভাবা তেমনি কাজ। প্রায় ৫০টি কমলালেবু গাছ লাগিয়ে পরিচর্যা শুরু করেন তিনি। এবছর ফলন হয়েছে গাছগুলিতে। শীতের বাগান ম ম করছে কমলালেবুর গন্ধে। স্বাদেও সেগুলি বেশ মিষ্টি।
আরও পড়ুন - বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করতেই বিশ্ববাংলা নামকরণ করা হয়েছে, রাজ্য সরকারকে নিশানা অশোক ভট্টাচার্যের
ইমাজুদ্দিন সাহেবের এহেন সাফল্যের খবর পৌঁছেছে ব্লক কৃষি আধিকারিকের কানে। এর পর জেলায় কমলালেবু চাষ নিয়ে গবেষণার জন্য উত্সাহী হয়ে উঠেছে ব্লক কৃষি দফতর। চায়ের পর কি পাহাড় থেকে এবার সমতলে নামবে কমলালেবুও? জোর চর্চা এলাকার চাষিদের মধ্যে।