অভূতপূর্ব সাফল্য, আগামী দিনের মডেল হবে দুয়ারে সরকার প্রকল্প: Mamata Banerjee

বিজেপিকে তোপের পাশাপাশি অমিত শাহের সফর নিয়েও এদিন মন্তব্য করেন মমতা। 

Updated By: Dec 21, 2020, 05:50 PM IST
অভূতপূর্ব সাফল্য, আগামী দিনের মডেল হবে দুয়ারে সরকার প্রকল্প: Mamata Banerjee
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: 'অভূতপূর্ব সাফল্য পেয়েছে দুয়ারে সরকার' কাজের খতিয়ান দিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপের পাশাপাশি অমিত শাহের সফর নিয়েও এদিন মন্তব্য করেন মমতা। 

এ দিন কী বললেন তিনি?

* দুয়ারে সরকারে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। আগামী দিনে মডেল হবে এই প্রকল্প। 
* এখনও ২০ হাজার মতো শিবির হয়েছে
* ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হল 
* ৪ লক্ষ ৭২ হাজার কার্ড দেওযা হয়েছে স্বাস্থ্য়সাথীতে। ১ কোটি ১২ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে।
* আবেদনে অনেক ত্রুটি রয়েছে। তাঁদের বলা হয়েছে ভুল সংশোধন করে ফের আবেদন করতে।
* উন্নয়নে বিভিন্ন খাতে আরও টাকা বরাদ্দ হবে। 
* ২৮ হাজার ২৫৫ কোটি টাকা খরচ হয়েছে। 
* দুয়ারে সরকারে যাঁরা দিন-রাত কাজ করেছেন তাঁদের জন্য ৫০০০ টাকা ভাতা দেওয়া হবে। 
* রবীন্দ্রনাথকে নিয়ে অবমাননা মানব না। জনগণমন নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের কথা মানব না। রক্ত দেওয়ার জন্য আমরা তৈরি কিন্তু জাতীয় সঙ্গীতকে অপমান করতে দেব না।
*  যা যা বলেছেন সব পালটা বলব।
* রাজনীতির কথা বলা স্বরাষ্ট্রমন্ত্রীকে মানায় না। 
* বাংলায় সব নাগরিকই দেশের নাগরিক। মতুয়াদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার কিছু নেই। ওরা ইতিমধ্যেই নাগরিক।
* দলীয় কর্মীদের কথা যাছাই না করে বিজেপির বিশ্বাস করা উচিৎ নয়। আমার কাছে বাংলার উন্নয়নের সমস্ত তথ্য রয়েছে
* ১০ কোটি লোককে ১০০ শতাংশ দেওয়া হবে স্বাস্থ্যসাথীতে
* রাজনীতির জন্য বিজেপি যা খুশি করতে পারে

.