রাতের অন্ধকারে অজানা জন্তুর হামলা! আতঙ্কে ঝাড়গ্রামের মানুষ

কয়েকমাস আগে বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল ঝাড়গ্রামের মানুষের।

Updated By: Jul 28, 2019, 10:16 PM IST
রাতের অন্ধকারে অজানা জন্তুর হামলা! আতঙ্কে ঝাড়গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদন : লালগড়ের পর এবার সাঁকরাইল। রাতের অন্ধকারে ফের অজানা জন্তুর আতঙ্ক । রাতে হামলা চালিয়ে সাত-সাতটি ভেড়াকে মেরে ফেলে প্রাণীটি। বাঘের পর ফের অজানা জন্তুর আতঙ্ক। বনদফতরের দাবি, হায়না বা গ্রে উলফ জাতীয় প্রাণীই হামলা চালিয়ে মেরে ফেলেছে সাতটি ভেড়াকে। তবে, জঙ্গলের ঘনত্ব বাড়তেই বাড়ছে বন্যপ্রাণীর আনাগোনা। বন্যপ্রাণের সংখ্যাবৃদ্ধিতে খুশি বনদফতর।

গোটা ঘটনায় আতঙ্কে জড়োসড়ো ঝাড়গ্রাম। পাতা কুড়োতে বনের ওপরই ভরসা করেন গ্রামের মানুষ। কিন্তু, রাতে আতঙ্কের পর জঙ্গলে ঢুকতেই ভয় পাচ্ছেন গ্রামের মানুষ। খবর পেয়েই আনাগোনা শুরু হয়েছে বনদফতরের কর্মীদের। আগে ছিল হাতির আতঙ্ক। তার সঙ্গে এবার যোগ হয়েছে অজানা জন্তু। তবে, কিছুটা হলেও খুশি বন দফতরের কর্মীরা। হাজার প্রচেষ্টার পর জঙ্গলের ঘনত্ব বেড়েছে। মিলছে পানীয় জল। তাই বেড়েছে বন্যপ্রাণের আনাগোনাও। নেকড়ে, হুড়ার, সজারু,ময়াল, ময়ূর সবই বেড়েছে। কয়েকমাস আগে বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল ঝাড়গ্রামের মানুষের। অজানা জন্তুর আনাগোনায় আবারও ফিরছে আতঙ্কের সেই মুহূর্ত।

আরও পড়ুন - স্যান্ডো গেঞ্জির আবার বুক পকেট, তৃণমূলের হোল টাইমার নিয়োগ নিয়ে কটাক্ষ সুজনের

.