Alipurduar: প্রবল বৃষ্টিতে ফুঁসছে নদী, তোর্সার স্রোতে ভেসে গেল ২ শিশু

এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাদের।

Updated By: Oct 20, 2021, 06:34 PM IST
Alipurduar: প্রবল বৃষ্টিতে ফুঁসছে নদী, তোর্সার স্রোতে ভেসে গেল ২ শিশু

নিজস্ব প্রতিবেদন: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধস নেমেছে পাহাড়ে। বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। তোর্সায় প্রবল স্রোতে তলিয়ে গেল একই পরিবারের দুই শিশু। এখনও খোঁজ মেলেনি তাদের। জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রবল দুর্যোগের মধ্যে দুর্ঘটনা ঘটল আলিপুরদুয়ারে।

জানা গিয়েছে,  ভুটান সীমান্ত লাগোয়া জয়ঁগা এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারির। তাঁর দুই মেয়ে। একজনের বয়স ৮ বছর, আর একজনের ১০। শৌচকর্ম করতে নদীতে নেমেছিল দু'জনে। প্রবল বৃষ্টিতে তখন ফুঁসছে তোর্সা। ভাঙছে পাড়। আচমকাই পাড় ভেঙে স্রোতে টানে ভেসে যায় তারা।  আশেপাশে যাঁরা ছিলেন, তাঁরা ওই দুই শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। 

আরও পড়ুন: Malda: প্রবল বৃষ্টি-ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়গাঁ থানার পুলিস। নদীতে স্পিডবোট নামিয়ে চলছে তল্লাশি। কিন্তু এখনও পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। দুই সন্তানকে হারিয়ে কান্নায়  ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। শোকের ছায়া গোটা এলাকায়। চলতি মাসের গোড়ার দিকে পশ্চিম মেদিনীপুরে ঘাটালে বন্যায় জলে ডুবে মৃত্যু হয়েছিল ৪ বছরের শিশুর। একই ঘটনা ঘটেছিল হাওড়ার উদয়নারায়ণপুরেও।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.