Chopra Clash: চা বাগান দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র চোপড়া, বোমা-গুলিতে আহত ৪

জেলা পুলিস সুপার বলেন, চোপড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছেন শুনেছি। কিন্তু গুলি চলার কোনও খবর নেই

Updated By: Jan 11, 2022, 04:28 PM IST
Chopra Clash: চা বাগান দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র চোপড়া, বোমা-গুলিতে আহত ৪

নিজস্ব প্রতিবেদন: চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চোপড়া। চলল গুলি-বোমা।  ঘটনায় বোমার আঘাত আগত ১ জন। গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদের উত্তরবঙ্গে মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আহত ২ জনের অবস্থা বেশ খারাপ। এলাকার পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিস।

মঙ্গলবার সকালে চোপড়া থানার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বড়বিল্লা এলাকায় দুই গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বেধে যায়। চা বাগানের জমির মালিকানা নিয়ে ওই বিরোধ বেশ পুরনো। আজ সকালে তা গুরুতর আকার ধারন করে।

ঘটনার খবর পেয়েই  চলে আসে চোপড়া থানার পুলিস। এনিয়ে জেলা পুলিস সুপার বলেন, চোপড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছেন শুনেছি। কিন্তু গুলি চলার কোনও খবর নেই। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন-সব বেসরকারি অফিস বন্ধ; চলবে Work From Home, নয়া নির্দেশিকা দিল্লির

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় কুড়ি একরের মতো একটি চা-বাগানকে নিয়ে এই সংঘর্ষ। মঙ্গলবার সকালে একটি গোষ্ঠী ওই চা বাগান দখল করতে যায়। অন্যপক্ষ বাধা দেওয়াতেই দুপক্ষের মধ্য়ে সংঘর্ষ বেধে যায়। দুপক্ষের গোলগুলিতে কেঁপে ওঠে এলাকা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.