প্রথম অসামরিক ব্যক্তি হিসেবে চৌখাম্বা শৃঙ্গজয় দুই বাঙালির
Updated By: Aug 19, 2017, 11:15 AM IST
ওয়েব ডেস্ক : প্রথম অসামরিক ব্যক্তি হিসেবে চৌখাম্বা শৃঙ্গ জয় করলেন দুই বাঙালি। ১২ অগাস্ট বেলা ১২টা বেজে ৪৫ মিনিটে গারওয়াল হিমালয়ের চৌখাম্বা-১ শৃঙ্গের শিখরে পৌঁছান দি নেচারস ফাউেন্ডশনের দেবব্রত দত্ত ও বিক্রমজিৎ নাথ। হিমালয়ের অন্যতম দুর্গম এই চৌখাম্বা-১ শৃঙ্গের উচ্চতা ৭,১৩৮ মিটার। শিখরে পৌঁছানোর পর সেখানে ভারতের তেরঙ্গা ওড়ান তাঁরা।
চৌখাম্বা-১ শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে গত ১৭ জুলাই কলকাতা থেকে রওনা দেন দি নেচারস ফাউেন্ডশনের তিন সদস্য দেবব্রত দত্ত, বিক্রমজিৎ নাথ ও মৃন্ময় কান্তিশীল। গত বছর তাঁরাই প্রথম অসামরিক ব্যক্তি হিসেবে গারওয়াল হিমালয়ের স্বর্গারোহিনী-১ শৃঙ্গটিও আরোহন করেন। যার উচ্চতা ৬১৫২ মিটার।
আরও পড়ুন, লন্ডন, প্যারিস, বার্সেলোনা; তিন জঙ্গি হামলাতেই 'হিরোইন' এই যুবতী!