P. C. Sorcar Junior: ৩ মেয়ের জন্য 'পাত্র চাই', সংবাদপত্রে জুনিয়র পিসি সরকারের বিজ্ঞাপন ঘিরে হইচই...
Magician PC Sorcar Junior: তিন কন্যার জন্যই একসঙ্গে বিয়ের পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন পিসি সরকার জুনিয়র। বিজ্ঞাপনে লেখা আছে, ‘জাদুশিল্পী পিসি সরকার জুনিয়ার ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চায়।’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাভ ম্য়ারেজ হোক বা অ্যারেঞ্জড ম্যারেজ, সেলেবদের বিয়ে লুকোছাপা কোনও নতুন বিষয় নয়। তবে অভিনেত্রীর জন্য খবরের কাগজে পাত্র চাইয়ের বিজ্ঞাপন দেখা যায় না সচরাচর। এবার তিন মেয়ের জন্যই একসঙ্গে খবরের কাগজে বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পিসি সরকার জুনিয়র। তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তিন কন্যার জন্যই একসঙ্গে বিয়ের পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিজ্ঞাপনে লেখা আছে, ‘জাদুশিল্পী পিসি সরকার জুনিয়ার ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চায়।’ বাবা-মার এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন তিন কন্যাই।
পিসি সরকার জুনিয়রের বড় মেয়ে মানেকা সরকার, তিনিও পেশায় জাদুকর। তাঁর বাবার সঙ্গেই ম্যাজিক দেখানো শুরু করেন তিনি। একসঙ্গে তাঁরা বহু শো করেছেন। পরবর্তীকালে নিজে একাই বিভিন্ন জায়গায় শো করে। ২০১৩ সালে বিয়ে হয় মানেকা সরকারের। কিন্তু পরবর্তীতে তাঁর ডিভোর্স হয়ে যায়। মেজো মেয়ে মৌবনী সরকার। মৌবনী পেশায় অভিনেত্রী, তবে একই সঙ্গে তিনি পেইন্টার। ছোট মেয়ে মুমতাজ সরকার। অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয় তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন অ্যাথলিটও। বক্সিং শিখেছেন মুমতাজ।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে পিসি সরকার জুনিয়র বলেন, ‘সম্পূর্ণ সঠিক বিজ্ঞাপন। একজন তিন কন্যার বাবা হিসেবে আমি সমাজের কাছে পাত্র চাইছি। আপনারা ভুলে যাবেন না আমিও রক্তমাংসের মানুষ। আমার পরিবারে বেশিরভাগ মানুষেরই কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে হয়েছে। আমিও চাই নাতি-নাতনির মুখ দেখতে। কোনরকম প্রচার চাই না, সু-পাত্রের হাতে মেয়েদের তুলে দিতে চাই।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)