Arms Smuggling: বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে পড়ার আগেই ঘোজাডাঙ্গা সীমান্তে উদ্ধার বিপুল অস্ত্র-গুলি
সোমবার গভীর রাতে বসিরহাট থানায় খবর আসে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে দুষ্কৃতীরা প্রচুর পরিমাণ আগ্নেয় অস্ত্র, গুলি বাংলাদেশে পাচার করছে
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে পাচার করার সময় সীমান্ত থেকে উদ্ধার হল বিপুল অস্ত্র। দুই অস্ত্র কারবারিকে ধরে ফেলল পুলিস।
গতকাল রাতে বসিহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ওই ২ অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিস। বাংলাদেশি দুষ্কৃতীদের ওইসব অস্ত্র বিক্রি করতে এসেছিল অস্ত্র কারবারিরা। উদ্ধার হয়েছে ৬টি রিভালবার, ১২ রাউন্ড গুলি, ১০ লিটার নিষিদ্ধ মাদক।
আরও পড়ুন-'ছোটখাটো কথা শোনার সময় নেই , তৃণমূলের সঙ্গে মানুষ আছে' দাবি Partha Chatterjee-র
সোমবার গভীর রাতে বসিরহাট থানায় খবর আসে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে দুষ্কৃতীরা প্রচুর পরিমাণ আগ্নেয় অস্ত্র, গুলি বাংলাদেশে পাচার করছে। খবর পেয়েই একটি জায়গায় ওঁত্ পেতে তাকে পুলিস। সেইসময় বাইকে চড়ে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী। পুলিস তাদের তাড়া করলে বাকীরা পালিয়ে গেলেও ২ অস্ত্র কারবারিকে ধরে ফেলে পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয় ওইসব অস্ত্র। ওই ২ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। বাকীদের খোঁজে শুরু হয়েছে তল্লাসি।