তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, গুলিতে আহত দলের ২ কর্মী
হঠাৎ তাদের উপর গুলি চালায় কয়েক জন দুষ্কৃতী। জাকির মোল্লা নামে তৃণমূলের এক সক্রিয় কর্মী গুরুতর ভাবে আহত হয়েছে। তাঁর পেটে গুলি লেগেছে। পায়ে গুলি লেগেছে আরও এক ব্যক্তির। আহতদের কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।
নিজস্ব প্রতিবেদন: বাসন্তীতে থামানো যাচ্ছে না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার চলল গুলি। গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী। জানা গিয়েছে, দলের একটি সভার প্রচার চলছিল এলাকায়। সে সময়ই আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী। ঘটনা সূত্রে, এলাকায় রাজনৈতিক সভা রয়েছে তৃণমূলের। আর সেই সভা আজ প্রচার চালাচ্ছিল তৃণমূলেরই কয়েকজন কর্মী।
আরও পড়ুন: শেষ দেখার আর্তি, কোভিড পজেটিভ মৃতদেহের ওপর ঝাপিয়ে পড়ল পরিবার
ঘটনার পর পরিস্থিতির নজরদারিতে বিশাল পুলিস মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। কী কারণে এই গুলি চলল তাও খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় মাদার তৃণমূলের অভিযোগ, যুব তৃণমূলের লোকজনই গুলি চালিয়েছে।