দীর্ঘ ৮ মাস পর বাঁকুড়ায় চালু ট্রেন পরিষেবা

চলতি বছর মার্চ মাসে দেশ জুড়ে লকডাউন জারি হলে সারা দেশের পাশাপাশি দক্ষিণ-পুর্ব রেলপথেও যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Updated By: Dec 14, 2020, 10:20 AM IST
দীর্ঘ ৮ মাস পর বাঁকুড়ায় চালু ট্রেন পরিষেবা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: অন্যান্য লাইনে পরিষেবা চালু হলেও, বাঁকুড়ায় বন্ধ ছিল ট্রেন চলাচল। এবার দীর্ঘ আটমাস পর কোভিড প্রোটকল মেনে বাঁকুড়া স্টেশনে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হল। সোমবার সকালে নির্দিষ্ট সময়ে পুরুলিয়া এক্সপ্রেস বাঁকুড়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয়। আপাতত এই রুটে চার জোড়া ট্রেন চলাচল করবে। ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

চলতি বছর মার্চ মাসে দেশ জুড়ে লকডাউন জারি হলে সারা দেশের পাশাপাশি দক্ষিণ-পুর্ব রেলপথেও যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মাঝে অন্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষকে রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালানো হলেও সাধারণ যাত্রীরা যাতায়াতের জন্য তা ব্যবহার করতে পারেননি। 

আরও পড়ুন:  মদ্যপ অবস্থায় বেপরোয়া ছাত্র, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পরপর দুর্ঘটনায় মৃত ১

দেশ জুড়ে আনলকডাউন প্রক্রিয়া চালুর পর ধীরে ধীরে রাজ্যের অন্যান্য রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু প্রথম ও দ্বিতীয় দফায় সেই পরিষেবা থেকে বঞ্চিতই ছিল বাঁকুড়া। তৃতীয় দফায় আজ বাঁকুড়া স্টেশনের উপর দিয়ে গড়াতে শুরু করে রেলের চাকা। দেরিতে হলেও বাঁকুড়ার উপর দিয়ে রেলের যাত্রী পরিসেবা চালু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি সাধারণ থেকে নিত্য যাত্রীরা। 

আপাতত তাঁরা বলছেন, আপাতত ট্রেনগুলি স্পেশাল ট্রেন হিসাবে চালু করছে রেল কর্তৃপক্ষ।  এই অবস্থায় যে কোনও সময় ফের ট্রেনগুলির চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। তাই তাঁদের দাবি ট্রেন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্পেশাল ট্রেন হিসাবে না চালিয়ে ট্রেনগুলিকে স্থায়ীভাবে চালানো হোক। 

.