করণদিঘির মেলায় আচমকাই ভেঙে পড়ল নাগরদোলা; উল্টে গেল টয়ট্রেন, গুরুতর আহত ১৪

সবে মিলিয়ে ওই দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। এদের অনেকেরই আঘাত গুরুতর

Updated By: Apr 20, 2019, 09:14 AM IST
করণদিঘির মেলায় আচমকাই ভেঙে পড়ল নাগরদোলা; উল্টে গেল টয়ট্রেন, গুরুতর আহত ১৪

নিজস্ব প্রতিবেদন: ছুটে চলেছে টয়ট্রেন। যাত্রীদের চিত্কারের মধ্যে হঠাত্ই উল্টে গেল ট্রেনের দুটি কামরা। সেই রেশ কাটতে না কাটতেই ভেঙে পড়ল নাগরদোলা। শুক্রবার রাতে জোড়া দুর্ঘটনায় তোলপাড় উত্তর দিনাজপুরের করণদিঘির শিরুয়া মেলা। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। এদের অনেকেরই আঘাত গুরুতর।

আরও পড়ুন-ক্ষমা চেয়ে শহিদ হেমন্তকে নিয়ে নিজের মন্তব্য ফেরালেন সাধ্বী প্রজ্ঞা

প্রতিবছরের মতো এবছরেও ১লা বৈশাখ থেকে শুরু হয়েছে করণদিঘির শিরুয়া মেলা। মেলা চলবে ১ মাস ধরে৷ শুক্রবার রাতে আচমকাই মেলায় যাত্রীভর্ত্তি ছুটন্ত টয়ট্রেনের মাঝের ২ টা কামরা উল্টে যায়। আহত হয় বেশ কয়েকজন মহিলা ও শিশু। উল্টে যাওয়া টয়ট্রেন ভেঙ্গে উদ্ধার করা হয় আহতদের। তাদের নিয়ে যাওয়া হয় করনদিঘি গ্রামীন হাসপাতালে৷

এদিকে, ওই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই মেলার ঘুরন্ত নাগরদোলার একটি অংশ ভেঙ্গে যায়। হুড়মুড়িয়ে নীচে পড়েন আরোহীরা। আহত হন বেশ কয়েকজন। এরপরেই মেলা প্রাঙ্গনে শুরু হয় হুড়োহুড়ি ছড়িয়ে পরে আতঙ্ক। ঘটনাস্থলে ছুটে যায় করনদিঘি থানার পুলিশ৷

আরও পড়ুন-পুলিসের জালে আইপিএল বেটিং চক্র, কলকাতায় গ্রেফতার ভিন রাজ্যের ৭

সবে মিলিয়ে ওই দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। এদের অনেকেরই আঘাত গুরুতর। ফলে তাদের করনিদিঘি গ্রামীন হাসপাতাল থেকে পাঠানো হয় রায়গঞ্জ হাসপাতালে।

কেন একই রাতে পর পর দুটো দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ৷ মেলা কর্তৃপক্ষের সাঙ্গে আলোচনায় বসেছেন উদোক্তারা।

.