দিঘা সৈকতে সূর্যোদয় দেখতে গিয়ে পর্যটকের মর্মান্তিক পরিণতি
সূর্যোদয় হওয়ার আগেই সৈকতে চলে আসেন তিনি। পরিকল্পনা ছিল সূর্যোদয় দেখবেন।
নিজস্ব প্রতিবেদন : দিঘায় ঘুরতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম পতিত পাবন মণ্ডল। বয়স ৫০ বছর। বাড়ি নদীয়ার তেহট্টতে।
নদীয়ার তেহট্টর ধরপাড়ার বাসিন্দা ছিলেন পতিত পাবন মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যাতেই দিঘা ঘুরতে আসেন তিনি। সঙ্গে ছিলেন প্রতিবেশীরা। সপ্তাহের শেষটা সৈকত শহরেই কাটাতে চেয়েছিলেন। বৃহস্পতিবার রাতেও সব ঠিক ছিল। কিন্তু শুক্রবার সকালে সৈকতে বেড়ানোর সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন, চাঁদার জোরজুলুম, সিমেন্ট দিয়ে দোকানের শাটার আটকে দিল তোলাবাজরা!
জানা গিয়েছে, এদিন সূর্যোদয় হওয়ার আগেই সৈকতে চলে আসেন তিনি। পরিকল্পনা ছিল সূর্যোদয় দেখবেন। কাউকে সঙ্গে না নিয়ে একাই সৈকতে চলে গিয়েছিলেন। বিচে হাঁটাহাঁটিও শুরু করে দেন। মনে করা হচ্ছে, মর্নিং ওয়াকের সময়ই হদরোগে আক্রান্ত হন পতিত পাবন মণ্ডল। পড়ে যান সৈকতে।
আরও পড়ুন, গভীর জঙ্গলে উদ্ধার 'মহিলার' খুলি, পোশাক, হাড়গোড়! চাঞ্চল্য
সকাল সাড়ে ৬টা নাগাদ টহলদারি পুলিসের দল দেখতে পায়, সৈকতের উপর পড়ে রয়েছেন পতিত পাবন বাবু। বুকে হাত চেপে যন্ত্রণায় কাতরাচ্ছেন। দেখা মাত্রই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি দিঘা হাসপাতালে নিয়ে যায় টহলদারি পুলিসের দল। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন, ফাঁকা রাস্তায় গণধর্ষিতা গৃহবধূ! আক্রান্ত স্বামী
হাসপাতাল সূত্রে জানা হয়েছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে পতিত পাবন বাবুর। তাঁর পরিবারকে খবর দিয়েছে পুলিশ।