চুঁচুড়ার পর এবার সাগর, ফের টর্নেডো আছড়ে পড়ল রাজ্যে

;চরম আতঙ্ক ছড়াল এলাকায়।

Updated By: Jun 10, 2021, 07:33 PM IST
চুঁচুড়ার পর এবার সাগর, ফের টর্নেডো আছড়ে পড়ল রাজ্যে

নিজস্ব প্রতিবেদন: ব্য়বধান মাত্র কয়েকদিনের। ফের আছড়ে পড়ল টর্নেডো! এবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের মন্দিরতলায়। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে, মাঝ নদীতে ঝড়ের দাপটে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, এদিন সকালে মন্দিরতলায় হুগলি নদীর পারে বসে কাজ করছিলেন বেশ কয়েকজন। আচমকাই উত্তাল হয়ে ওঠে নদী। পারে যাঁরা ছিলেন, তাঁদের খেয়াল করেন, নদীর জলস্তর অনেকটা উঁচুতে ওঠে যাচ্ছে। তাঁরাই প্রথম বুঝতে পারেন, মাঝ নদীতে টর্নেডো তৈরি হয়েছে। এরপর বিষয়টি নজরে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এভাবেই পেরিয়ে যায় আধঘণ্টারও বেশি সময়। পরিস্থিতি ধীরে ধীরের স্বাভাবিক হয়। তবে, মাঝ-নদীতে দাপট দেখালে, তীরবর্তী জনবসতি এলাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।  

আরও পড়ুন: করোনা আবহে কমেছে রক্তের জোগান, মন্ত্রীর উদ্যোগে হল Blood Donation Camp
 

প্রসঙ্গত, যেদিন রাজ্যের উপকূলবর্তী এলাকা আছড়ে পড়ল ঘুর্ণিঝড় ইয়াস, তার আগের দিন দুপুরে টর্নেডো দাপট দেখা যায় হুগলির ব্যান্ডেল, চকবাজার ও করোলা এলাকায়। ঝড়ের দাপটে উড়ে যায় ঘরের চালা, ভেঙে পড়ে একাধিক গাছ। 

আরও পড়ুন: ভোট-প্রতিশ্রুতির চেয়েও দ্বিগুণ অনুদান বাংলার কৃষকদের, অনুমোদন নবান্নের

.