নজরে লোকসভা নির্বাচন, আজ নবান্নে বৈঠকে মুখোমুখি চন্দ্রবাবু -মমতা

এদিনের বৈঠক থেকে দিল্লির বৈঠকে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে বলে সূত্রের খবর।

Updated By: Nov 19, 2018, 11:57 AM IST
নজরে লোকসভা নির্বাচন,  আজ নবান্নে বৈঠকে মুখোমুখি চন্দ্রবাবু -মমতা

নিজস্ব প্রতিবেদন:   লক্ষ্য ’১৯ এর ভোটের আগে বিজেপি বিরোধী জোট মজবুত করা। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে করতে রাজ্যে আসছেন  অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু।  সোমবার নবান্নে বৈঠক রয়েছে তাঁদের।

আরও পড়ুন: অমিত শাহ ব্যস্ত থাকায় তারাপীঠে রথযাত্রার নির্ঘণ্ট পিছল বিজেপি

বিজেপি বিরোধী জোট গড়তে প্রথম থেকেই উদ্যোগী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু বৈঠক করেছেন স্ট্যালিন,কুমারস্বামীদের সঙ্গে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি ব সার পালা।

এদিনের বৈঠক থেকে দিল্লির বৈঠকে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে বলে সূত্রের খবর। জুলাইয়ে কলকাতায় এসেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি ও বৈঠক করেছিলেন  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কংগ্রেসকে মহাজোটে সামিল করার জন্য উদ্যোগীও হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ফাঁকি বরদাস্ত নয়, অর্জুনের নম্বর কেটে বুঝিয়ে দিলেন মমতা

রাজনৈতিক মহলের ধারণা, এদিনের বৈঠকে চন্দ্রবাবু নাইডু যদি কোনও সদর্থক ইঙ্গিত দিতে পারেন, তাহলে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  পাল্লা আরও ভারী হবে।

 

.