খোকা ইলিশ বিক্রি রুখতে শ্রীরামপুরে উদ্যোগী পুরসভা

সরকারি নিষেধাজ্ঞা না মেনে শ্রীরামপুর স্টেশন লাগোয়া মাছের আড়তগুলোয় খোকা ইলিশ বিক্রির অভিযোগ ছিল। বৃহস্পতিবার মাছের আড়তে দুই কাউন্সিলরের নেতৃত্বে অভিযান চালানো হয়।

Updated By: Jul 19, 2018, 07:51 PM IST
খোকা ইলিশ বিক্রি রুখতে শ্রীরামপুরে উদ্যোগী পুরসভা

নিজস্ব প্রতিবেদন: ছোট ইলিশে কেনা-বেচায় রাশ টানতে এদিন শ্রীরামপুরে অভিযানে নামেন পুরকর্মীরা। ভোজনরসিক বাঙালির জন্য সুখবর বয়ে এনে দিঘায় বৃহস্পতিবার প্রায় ৭০ টন ইলিশ উঠলেও বন্ধ হচ্ছে না খোকা ইলিশ বিক্রি। রাজ্যের বিভিন্ন প্রান্তে রীতিমতো রমরমিয়ে চলছে খোকা ইলিশের কারবার।

সরকারি নিষেধাজ্ঞা না মেনে শ্রীরামপুর স্টেশন লাগোয়া মাছের আড়তগুলোয় খোকা ইলিশ বিক্রির অভিযোগ ছিল। বৃহস্পতিবার মাছের আড়তে দুই কাউন্সিলরের নেতৃত্বে অভিযান চালানো হয়।

মত্স্য দফতর খোকা ইলিশ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তবুও আটকানো যাচ্ছে না বিক্রি। এবার এ বিষয়ে নজরদারি শুরু হওয়ায় তা কমবে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা।

এদিকে শুধু দিঘাই নয়, জালে ঢালাও ইলিশ উঠছে ওড়িশাতেও। কষাফলিয়া, কষিয়া ধামরার মতো বিভিন্ন এলাকা তেকে ইলিশভর্তি লঞ্চ, ট্রলার আসছে দীঘা মোহনায়। ফলে সব মিলিয়ে আপাতত ইলিশের খরা যে খানিকটা মিটেছে তা বলাই চলে। ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ এখন পাওয়া যাচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকায় ৮০০ থেকে ১২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকায়। ইলিশ আনতে ইতিমধ্যে কলকাতা থেকে দিঘায় পৌঁছে গিয়েছেন মাছ ব্যবসায়ীরা। আরও পড়ুন- ধরা পড়ল ৭০ টন ইলিশ, দিঘার মোহনায় জলের দরে বিক্রি হচ্ছে মাছ

.