করোনা কালে বিলাসবহুল গাড়ি কেন, চাকায় তালা দিয়ে পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

এনিয়ে টাকি পুরসভা পুর প্রশাসক বলেন, ভুল হয়ে গিয়েছে। এই সময় গাড়ি না কিনলেই ভালো হতো

Updated By: Jul 15, 2021, 08:11 PM IST
করোনা কালে বিলাসবহুল গাড়ি কেন, চাকায় তালা দিয়ে পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

নিজস্ব প্রতিবেদন: করোনার এই সঙ্কটের সময়ে বিলাসবহুল গাড়ির জন্য বিপুল খরচ কেন? পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মীদের একাংশ। নতুন কেনা ওই গাড়িটির চাকায় তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি, পুরসভার বিরুদ্ধে পোস্টার সাঁটিয়ে দেন তাঁরা। এনিয়ে আজ তুলকালাম টাকি পুরসভা।

আরও পড়ুন-'রাজ্যে শাসকের আইন চলছে', হাইকোর্টে কড়া রিপোর্ট মানবাধিকার কমিশনের 

সম্প্রতি একটি বিলাসবহুল গাড়ি কিনেছে টাকি পুরসভা। এনিয়ে ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের একাংশে। সেই ক্ষোভ আজ বিক্ষোভ আকারে প্রকাশ্যে চলে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনার এই সময়ে প্রচুর খরচ। মানুষ টিকা পাচ্ছে না। নিকাশি নালা বন্ধ হয়ে রয়েছে বহু জায়গায়। একটু বৃষ্টি হলেই এলাকা জলে ঢুবে যায়। পুরসভার বহু কাজ আটকে রয়েছে। এমন এক অবস্থায় অত দামী গাড়ি কেন হল কেন?

আরও পড়ুন-'রাজ্যে শাসকের আইন চলছে', হাইকোর্টে কড়া রিপোর্ট মানবাধিকার কমিশনের  

এনিয়ে টাকি পুরসভা পুর প্রশাসক সোমনাথ মুখোপাধ্য়ায় বলেন, 'ভুল হয়ে গিয়েছে। এই সময় গাড়ি না কিনলেই ভালো হতো। গাড়ির প্রয়োজন ছিল। পুরোনো গাড়ি বিক্রি করে নতুন গাড়িটি কেনা হয়েছে।'

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.