তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তেজনা বীরভূমের খয়রাশোলে
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশির আমাজোলা গ্রামের বাসিন্দা। শনিবার ভোরে খয়রাশোলের রানিপাথর গ্রাম থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল বীরভূমে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের খয়রাশোলের রানিপাথর গ্রামে। মৃতের নাম শিশির বাউড়ি(৪৫) ।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশির আমাজোলা গ্রামের বাসিন্দা। শনিবার ভোরে খয়রাশোলের রানিপাথর গ্রাম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এলাকায় তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত। বা কানের ওপরে মাথার পাশে ক্ষতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, গুলি করে খুন করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: মধ্যরাতে তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন, সকালে কুলতুলিতে জ্বলন্ত বাড়িতে উদ্ধার এক ব্যক্তির দেহ!
তবে ক্ষতটি গুলি না অন্যকিছুর তা এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের বিরুদ্ধে এলাকায় বোমাবাজির করার ঘটনায় অভিযোগ রয়েছে খয়রাশোল থানায়। কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিস।