এলাকা দখলের লড়াই, পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে, উত্তেজনা কুলতুলিতে

পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। শুক্রবার মধ্যরাতে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

Updated By: Jul 4, 2020, 09:20 AM IST
এলাকা দখলের লড়াই, পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে, উত্তেজনা কুলতুলিতে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলকর্মীরে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির মৈপিঠ এলাকায়। মৃতের নাম অশ্বিনী মান্না। লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন ।

জানা গিয়েছে, মৈপিঠে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল যুব ও এসইউসিআই- যুবর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। এলাকা দখলকে কেন্দ্র করে সেই বিবাদ ইদানীং চরমে উঠেছিল। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। শুক্রবার মধ্যরাতে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

অভিযোগ, এসইউসিআই-যুবর সদস্যরা এলাকায় জমায়েত করেন ।  তার প্রতিবাদ করেন তৃণমূল  যুবর সদস্যরা । তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় । তা গড়ায় হাতাহাতিতে । অভিযোগ, এসইউসিআই-যুবর সদস্যরা লাঠিসোটা নিয়ে হামলা চালায় । মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে থাকে তৃণমূল যুবর সদস্যদের । ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান অশ্বিনী । তাঁকে সেই অবস্থাতেই বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ । নাকমুখ দিয়ে রক্ত বেরিয়ে সেখানেই মৃত্য়ু হয় তাঁর। আহত হন আরও বেশ কয়েকজন, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।

একুশে জুলাই ভার্চুয়াল শহীদ দিবস পালন করবে দল, সমাবেশের রূপরেখা তৈরি করে দিলেন মমতা

ঘটনায় এসইউসিআই-যুবর বিরুদ্ধে আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শনিবার সকাল থেকেই থমথমে এলাকা। পুলিস টহল দিচ্ছে ।    

.